Home আপডেট এটিএম-এ টাকা তোলার ঊর্ধ্বসীমা ৫০০০ বেঁধে দেওয়ার প্রস্তাব

এটিএম-এ টাকা তোলার ঊর্ধ্বসীমা ৫০০০ বেঁধে দেওয়ার প্রস্তাব

এটিএম-এ টাকা তোলার ঊর্ধ্বসীমা ৫০০০ বেঁধে দেওয়ার প্রস্তাব

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিয়োগ করা কমিটির তরফে ইন্টারচেঞ্জ চার্জেস বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এটিএম-এ ট্র্যানজাকসনের সময়ে এই বাড়তি অর্থ দিতে হবে। সারা দেশজুড়ে এটিএম-এর এই নয়া নিয়ম প্রস্তাবিত হয়েছে। কমিটি আরও প্রস্তাব দিয়েছে যে এটিএম-এ টাকা তোলার ঊর্ধ্বসীমা ৫০০০ টাকা করা হোক। তবে যদি কোনও মানুষ বেশি টাকা তুলতে চান তাহলে লেভি চার্জের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছর এটিএম ইন্টার চেঞ্জ ফি পরিকাঠামো নিয়ে খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি তৈরি হয়েছিল। তারা ইতিমধ্যেই নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই প্রস্তাবে স্বীকৃতি দিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের তৈরি এই কমিটির প্রস্তাবিত রিপোর্ট জনগণের জন্য খুলে দেওয়া হয়নি। মানিলাইফের রিপোর্ট অনুসারে, সারা দেশে ১০ লক্ষেরও বেশি মানুষ এটিএম-এর এই চার্জের আওতায় আসবেন।