Home খেলাধুলো মহিলা টি-২০ বিশ্বকাপ জিতল অজিরা

মহিলা টি-২০ বিশ্বকাপ জিতল অজিরা

মহিলা টি-২০ বিশ্বকাপ জিতল অজিরা

পারল না ভারতীয় মহিলা ক্রিকেট দল। শেষ ল্যাপে এসে ব্যাটিং, বোলিং,ফিল্ডিং সব বিভাগেই চূড়ান্ত ব্যর্থ হল ভারত। গোটা বিশ্বকাপ সফর অত্যন্ত ভার পারফর্ম করে আসলেও ফাইনালে এসে তাসের ঘরের মতো ভেঙে গেল হরমনপ্রীতরা। গোটা টিম অস্ট্রেলিয়া প্রমীলা বাহিনীর মাঠে দাপট দেখা গেল।

ফাইনাল ম্যাচের টস হারার পর থেকেই খেলায় শুরুতে বোলিংয়ের ব্যর্থতা এবং পরবর্তীতে ব্যাটিং বিপর্যয় ভারতকে টি-২০ বিশ্বকাপের ট্রফির খেতাব থেকে দূরে রাখল। ১৮৫ রান তাড়া করতে নেমে মাত্র ৯৯ রানেই ভারত অলআউট হয়ে গেল। একা দীপ্তি শর্মা (৩৩) কিছুটা লড়াই করলেন। এছাড়া ভেদা (১৯) ও রিচা ঘোষ (১৮) ছাড়া আর কেউ রান পেল না।

Image result for women world cup 2020 final

শুরুতেই টসে ভারত হেরে যায়। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দুই ওপেনার বিধ্বংসী মেজাজে খেলা চালাতে শুরু করে। হিলি ও মুনির আক্রমনাত্মক ব্যাটিংয়ে রীতিমতো ভারতীয় বোলাররা খেই হারিয়ে ফেলেছিলেন । পাওয়ার প্লেতে দুই ওপেনারের ক্যাচ ফেলে দেয় ভারতীয় ফিল্ডাররা। যার মাশুল দিতে হল কড়ায়-গণ্ডায়।

অসি ওপেনার হিলি বিধ্বংসী মেজাজে ব্যাট ৩৯ বলে ৭৫ রান করেন । তার মধ্যে ছিল পাঁচটি ছক্কা ও সাতটি চার । স্ট্যান্ডে বসে যা উপভোগ করলেন তার স্বামী মিচেল স্টার্ক। তিনি আউট হলেও খেলা চালিয়ে যান বেথ মুনি। ৫৪ বলে ৭৮ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি। চার উইকেট হারিয়ে ২০ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৮৪ রান তোলে। পাহাড়প্রমাণ রানের সামনে বরাবর নড়বড়ে লেগেছে ভারতীয় টিমকে। ভারতীয় মহিলা দলে অভিজ্ঞ স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত আজ দুই অভিজ্ঞ ক্রিকেটার ব্যাট হাতে ব্যর্থ।

Image result for women world cup 2020 final

অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে পরপর উইকেট হারাতে থাকে ভারত। শুরুতেই আট রানের মাথায় দুটি উইকেট পড়ে যায় ভারতের। ৫০ রানের মাথায় ভারত হারায় চার উইকেট। একসময় মনে হয়েছিল ভারতীয় দল সম্ভবত একশো রানের গণ্ডি পার করতে পারবে না। শেষপর্যন্ত তাই হল। ১৯.১ ওভারে ৯৯ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস।এই নিয়ে পাঁচবার অস্ট্রেলিয়া মহিলা টিম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল।