Home ব্লগবাজি ক্ষমা ~ বৈশাখী চ্যাটার্জী

ক্ষমা ~ বৈশাখী চ্যাটার্জী

ক্ষমা   ~    বৈশাখী চ্যাটার্জী
ক্ষমা

ঘুম নেই যেই রাতে -
স্মৃতিরা এসে ভিড় জমায় তাতে ,
কিছু হাসি আসে কিছু আসে জল --
কিছু ঝলমলে রঙিন স্বপ্ন বুননের ফাঁকি -রয়ে গেছে কিছু আঁকিবুকি ,
কিছু ক্ষণিকের জল -
কিছু ব্যথার কাহিনী জমা পড়ে আছে -
আছে কিছু ফিকে শতদল ,
নীরব রাতের গভীর অন্ধকার -
প্রতিটি রন্ধ্র তার -
বুকের ভিতর নিবিড় আলাপে জমা ॥
হিসেব রাখিনি রাত্রির কালো -
করে গেছি শুধু ক্ষমা ॥

                         বৈশাখী চ্যাটার্জী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here