Home খেলাধুলো ইতিহাস গড়ে বালা দেবী প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে খেলবেন ইউরোপে

ইতিহাস গড়ে বালা দেবী প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে খেলবেন ইউরোপে

ইতিহাস গড়ে বালা দেবী প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে খেলবেন ইউরোপে

ভারতীয় ফুটবলের সুস়ময় অব্যাহত। সুনীলদের পরে এবার খুশির হাওয়া মহিলা ফুটবলে। ইতিহাস গড়লেন বালা দেবী। রেঞ্জার্স ফুটবল ক্লাবে সই করলেন ভারতের জাতীয় মহিলা ফুটবল দলের এই সদস্যা বালা দেবী।

প্রসঙ্গত প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইউরোপের কোনও ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি করলেন মণিপুরের ফুটবলার।
প্রথম এশিয়ান ফুটবলার হিসাবে বালা দেবীকে সই করাল স্কটিশ ক্লাব রেন্জ্ঞার্স। ৫২ গোল করে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। এই মুহুর্তে ২৯ বছর বয়সী এই ফুটবলারই। উল্লেখ্য ২০১৯ সালের নভেম্বরে রেঞ্জার্সে ট্রায়ালে গিয়েছিলেন বালা দেবী। তার সাথে ১৮ মাসের চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে স্কটিশ ক্লাব রেঞ্জার্স। এই খবরে স্বভাবতই খুশির হাওয়া ভারতীয় ফুটবল মহলে।