Home আপডেট Beleghata Metro CRS Inspection: বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য

Beleghata Metro CRS Inspection: বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য

Beleghata Metro CRS Inspection: বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য

[ad_1]

সবকিছু ঠিকঠাক আছে তো? বাণিজ্যিক পরিষেবা শুরু যাবে তো? আজ নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে পরিদর্শন সারলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। ভিআইপি বাজার বা টেগোর পার্ক, ঋত্বিক ঘটক (পঞ্চান্নগ্রাম), বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি) এবং বেলেঘাটা স্টেশন পরিদর্শন করেন। বিভিন্ন পরিকাঠামো, সুরক্ষা ব্যবস্থা, ভায়াডাক্ট, ট্র্যাক, গার্ডারের মতো যাবতীয় বিষয় খতিয়ে দেখেন তিনি। সেইসঙ্গে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত স্পিড ট্রায়াল হয়। তারপর বেলেঘাটা থেকে রুবিতে ফিরে আসেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি।

আপাতত নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। যে অংশের দূরত্ব হল ৫.৪ কিলোমিটার। আর দ্বিতীয় দফায় রুবি থেকে মেট্রোকে বেলেঘাটা পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর সেই বাণিজ্যিক পরিষেবা শুরু করার জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ ধাপ, সেই চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন হল বৃহস্পতিবার এবং শুক্রবার। ওই ৪.৪ কিমি অংশে পরিদর্শন চালান চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি।

আরও পড়ুন: East-West Metro Full Service Start Date: ৭ মাসর মধ্যে মেট্রো ছুটবে হাওড়া ময়দান-সল্টলেক লাইনে, হারাবে কলকাতার ‘গর্ব’-কে

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি বেলেঘাটা, বরুণ সেনগুপ্ত, ঋত্বিক ঘটক এবং ভিআইপি বাজার স্টেশনের ঢোকা ও বেরোনোর গেট, টিকিট গেট, টিকিটের ব্যবস্থা, নির্দেশ প্রদানকারী বোর্ড, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, স্টেশনের কন্ট্রোল রুম, সিগন্যাল ইক্যুপমেন্ট রুম, বুকিং কাউন্টারের মতো বিভিন্ন ব্যবস্থা খুঁটিয়ে দেখেন। যাত্রীদের সুবিধার্ধে কী কী ব্যবস্থা আছে, সেগুলিও ভালোভাবে ঘুরে দেখেন তিনি। তারপর মেট্রো রেলওয়ে এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন: Dum Dum Cantonment Metro Start Date: তিন সপ্তাহ পরেই দমদম ক্যান্টনমেন্ট মেট্রোর উদ্বোধন! কবে? কতদূর চলবে আপাতত?

শুক্রবার সকালে ফের পরিদর্শন শুরু করেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে পরিদর্শন শুরু করেন। ট্রলি ইনস্পেকশনের মাধ্যমে রুবি স্টেশন পর্যন্ত ৪.৪ কিমি অংশের রেলট্র্যাক, ভায়াডাক্ট-সহ যাবতীয় খুঁটিনাটি পরীক্ষা করে দেখেন। তারপর মেট্রোয় চেপে রুবি স্টেশন থেকে বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত যান। স্পিড ট্রায়াল রান শেষ হয় রুবি মেট্রো স্টেশনে। সেইসময় তাঁর সঙ্গে ছিলেন মেট্রো রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ও প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার ভিকে শ্রীবাস্তব, মেট্রো রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিক, আরভিএনএলের শীর্ষকর্তারা।

পরিদর্শনের পরে কী বললেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি? কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে পরিদর্শনের পরে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। আপাতত তাঁর ছাড়পত্রের অপেক্ষায় আছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: SBI Debit Card Charges Hike: ডেবিট কার্ডের জন্য আরও বেশি টাকা নেবে SBI! কত চার্জ বাড়ছে? রইল পুরো তালিকা

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here