Home খেলাধুলো বোনাস সহ হায়দ্রাবাদকে ইনিংসে হারাল বাংলা, সৌজন্য মনোজ,আকাশদীপ এর

বোনাস সহ হায়দ্রাবাদকে ইনিংসে হারাল বাংলা, সৌজন্য মনোজ,আকাশদীপ এর

বোনাস সহ হায়দ্রাবাদকে ইনিংসে হারাল বাংলা, সৌজন্য মনোজ,আকাশদীপ এর

অসাধারণ ব্যাটিংয়ে নজর কাড়লেন বাংলার মনোজ তিওয়ারি। কল্যাণীতে হায়দ্রাবাদের বিরুদ্ধে রঞ্জিতে ট্রিপল সেঞ্চুরি করলেন মনোজ। দেবাং গান্ধীর পর বাংলার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জিতে ত্রিশতরান করলেন তিনি।

হায়দ্রাবাদের বিরুদ্ধে ২২ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন মনোজ তিওয়ারি।প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারের ২৭তম সেঞ্চুরিটি করেন মনোজ। প্রথমদিন ১৫৬ রানে অপরাজিত ছিলেন মনোজ। ২৯৬ বলে সোমবার কেরিয়ারের ষষ্ঠ দ্বিশতরান করেন তিনি। কেরিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি করে ফেললেন তিনি। ৪১৪ বলে ৩০ টি চার আর ৫টি ছয়ে সাজানো ছিল মনোজের অপরাজিত ৩০৩ রানের ইনিংস। বাংলা তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৭ উইকেটে ৬৩৫ রান তুলে।

মনোজের ট্রিপলের পরে দুই ইনিংসে আকাশদীপের সাত উইকেটের ফলে রঞ্জি ট্রফিতে সহজ জয় পেল বাংলা। হায়দ্রাবাদের বিরুদ্ধে ইনিংস জয়ের সুবাদে বোনাস সহ ৭ পয়েন্ট পেলেন বাংলা। কল্যাণীতে হায়দ্রাবাদকে এক ইনিংস আর ৩০৩ রানে হারাল বাংলা।

তিন দিনেই ম্যাচ জিতে নিলেন বাংলা । বাংলার ৬৩৫ রানের জবাবে প্রথম ইনিংস ১৭১ রানে শেষ হয়ে যায় হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে ফলো-অন করায় বাংলা। দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে অলআউট হয়ে যায় হায়দ্রাবাদ । প্রথম ইনিংসে ৩ উইকেট নেন,দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন আকাশদীপ। শাহবাজ নেন দুটি উইকেট। ১৯ পয়েন্ট নিয়ে রঞ্জির পয়েন্ট টেবিলে অনেকটা উপরে উঠে এল বাংলা।
২৭ জানুয়ারি বাংলার পরবর্তী ম্যাচ দিল্লির বিরুদ্ধে ।