Home লাইফস্টাইল Best Foods For Diabetes: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুগার রোগী খান এগুলি | Best Foods For Diabetes: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুগার রোগী খান এগুলি

Best Foods For Diabetes: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুগার রোগী খান এগুলি | Best Foods For Diabetes: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুগার রোগী খান এগুলি

Best Foods For Diabetes: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুগার রোগী খান এগুলি | Best Foods For Diabetes: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুগার রোগী খান এগুলি

[ad_1]

  • |
Google  Bengali News

বর্তমান সময়ের ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত হন প্রায় সব বয়সী ব্যক্তিরা। ঘরে ঘরেই আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। খাওয়া-দাওয়া সঠিক পরিমাণে করা যায় এবং সুস্থ সুন্দরভাবে জীবন যাপন করা যায় তাহলে এই রোগ খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেয়েই হয় ডায়াবেটিস রোগ।

স্টার্চযুক্ত খাবার এড়িয়ে চলুন

ডায়াবেটিস রোগীদের হাইড্রেট রাখতে, তাঁরা স্টার্চযুক্ত খাবার এড়িয়ে চলবেন। সেই সঙ্গে তারা উচ্চ আঁশযুক্ত খাবার খাবেন, এমনই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে আপনি সুস্থ থাকবেন। সুগার রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান এবং ওজন কমিয়ে রাখতে চান, সেই সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান তাহলে আপনারা এই ধরনের খাবার গুলো নিজের ডায়েটে রাখতে পারেন।

আখরোট

আখরোট খেতে সকলেই খুব পছন্দ করেন। বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী তাদের আখরোট খাওয়া খুব ভালো। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ থাকে। পটাশিয়াম, ভিটামিন, ম্যাগনেসিয়াম থাকে। তাছাড়া এটিতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। তাই ডায়াবেটিস রোগীরা নিত্যদিন আখরোট খেতে পারেন।

walnuts

ছবি সৌ:পিক্সেলস

নাশপাতি

নাশপাতি একটি ফল, এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে। এটি সকলের খাওয়া দরকার। শরীরের জন্য খুব ভালো। তবে যাদের ডায়াবেটিস বা মধুমেহ রোগ আছে তাদের নিত্যদিন নাশপাতি খাওয়া খুব ভালো। নাশপাতি ফাইবারযুক্ত একটি ফল হয়। এটি খেলে খুব দ্রুতই হজম হবে। এটি খেলে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

আপেল

আপেল খাওয়া খুব ভালো। তবে রোজ কিন্তু একটি ডায়াবেটিস রোগীর জন্য আপেল না খাওয়াই ভালো। তবে আপেলের প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তবে আপনি আপেল খেতে পারেন। শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা বাড়িয়ে তোলে, এবং গ্লুকোজ বৃদ্ধি কমিয়ে দেয় এই আপেল।

apple

ছবি সৌ:পিক্সেলস

মসুর ডাল

মুসুর ডাল আপনি সেদ্ধ করে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। আবার ডাল রান্না করে খেতে পারেন। ডায়াবেটিস রোগীদের জন্য মুসুর ডাল খাওয়া খুব ভালো। কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন, খনিজ পদার্থ থাকে। ফাইবারযুক্ত খাবার এটি।

মাশরুম

মাশরুমের নাম নিশ্চয়ই সকালে শুনেছেন। তাই যদি আপনি ডায়েট করেন তাহলে আপনার খাদ্য তালিকায় মাশরুম রাখতে পারেন। তাছাড়া এটি ফাইবারযুক্ত খাবার। মাশরুমে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। রক্তচাপ কমাতে মাশরুমের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, যারা সুগার রোগী তারা নিত্যদিন মাশরুম খেতে পারেন। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে মাশরুমের জুড়ি মেলা ভার।

Mushroom

ছবি সৌ:পিক্সেলস

  • Use of potato: রূপ চর্চাতেও কাজে লাগে আলু? রান্না ছাড়া আর কী কী গুন রয়েছে আলুর
  • Right Way To Drink Water: দাঁড়িয়ে জল পান করা কি স্বাস্থ্যের জন্য উপযোগী?
  • Weight Loss Tips: জিমে না গিয়েও আপনি এই পাতাগুলি খেয়ে কমাতে পারেন চেহারা
  • কোন কোন খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা সহজেই হজম হয়, জানেন
  • কোন কোন খাবার কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সক্ষম, জানেন
  • অ্যানিমিয়া বা রক্তাল্পতা কী, কারি পাতা খেলে কি এই রোগ থেকে মুক্তি মিলবে?
  • কোন কোন খাবার খেলে হাড় ক্রমশ দুর্বল হতে থাকে, জানেন
  • Heat Wave Protection: তাপে পুড়ছে শরীর, তার উপরে গলদঘর্ম দশা, কীভাবে সুস্থ থাকবেন? পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা
  • বার্ধক্য এড়িয়ে কীভাবে থাকবেন চিরতরুণ, ত্বক রাখবেন উজ্জ্বল, জানেন
  • ওজন কমিয়ে লাস্যময়ী চেহারা ধরে রাখতে রোজ খান এই পানীয়গুলি
  • আপনি কি জানেন ধূমপানের ফলে আপনি হারাতে পারেন চোখের দৃষ্টি শক্তিও
  • নিজেকে ফিট ও সুন্দর রাখতে ফিটনেস কুইন মালাইকা নিত্যদিনের খাদ্যতালিকায় কী কী রাখেন, দেখুন

English summary

If you want to keep diabetes under control, eat apples, pears, lentils।

Story first Saturday, June 17, 2023, 11:00 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here