Home ঘুরে আসি Bidyang Valley: পুজোয় অফবিট লোকেশনে যেতে চান? প্রকৃতির পসরা সাজিয়ে অপেক্ষা করছে বিদ্যাং ভ্যালি | Bidyang Valley: পুজোয় বেড়াতে যাওয়ার নতুন ঠিকানা বিদ্যাং ভ্যালি,

Bidyang Valley: পুজোয় অফবিট লোকেশনে যেতে চান? প্রকৃতির পসরা সাজিয়ে অপেক্ষা করছে বিদ্যাং ভ্যালি | Bidyang Valley: পুজোয় বেড়াতে যাওয়ার নতুন ঠিকানা বিদ্যাং ভ্যালি,

Bidyang Valley: পুজোয় অফবিট লোকেশনে যেতে চান? প্রকৃতির পসরা সাজিয়ে অপেক্ষা করছে বিদ্যাং ভ্যালি | Bidyang Valley: পুজোয় বেড়াতে যাওয়ার নতুন ঠিকানা বিদ্যাং ভ্যালি,

[ad_1]

Travel

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

দুর্গাপুজোর ছুটি এগিয়ে আসছে। এখন থেকেই বেড়াতে যাওয়ার তোরজোর শুরু। অনেকেই খুঁজছেন অফবিট কোনও লোকেশন। এমনই একটি অফবিট জায়গা বিদ্যাং ভ্যালি। উত্তরবঙ্গের কালিম্পং শহরের কাছেই অচেনা এই জায়গায় খুব কম পর্যটকই আসেন।

পাহাড়ের খাত দিয়ে বয়ে চলেছে ঋষি নদী। স্রোত এবং গতি বেশি না থাকলেও ঋষি নদী কিন্তু কোনও অংশে কম সুন্দর নয়। অসাধারণ ঋষি নদীর পাড়ের সৌন্দর্য। পাথরের উপ দিয়ে কুলকুল বেগে তার বয়ে চলা দেখতে অসাধারণ লাগে। আর এই বিদ্যাং ভ্যালির আশপাশে রয়েছে ছোট ছোট হোম স্টে।

Bidyang Valley

Travel: বর্ষায় বন্ধ জঙ্গল, ডুয়ার্সে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু থেকেTravel: বর্ষায় বন্ধ জঙ্গল, ডুয়ার্সে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম বিন্দু থেকে

এখানে পৌঁছতে গেলে প্রথমেই আসতে হবে এনজেপিতে। সেখান থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে শেয়ারগাড়ি করে কালিম্পংয়ে চলে আসুন। কালিম্পং বাস স্ট্যান্ডে পৌঁছেই সেখান থেকে গাড়িতে পৌঁছে যাওয়া যায় বিদ্যাং ভ্যালিতে। এনজেপি থেকেও গাড়ি পাওয়া যায়। সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে। বিদ্যাং ভ্যালি পৌঁছতে হলে কালিম্পং থেকে ১ ঘণ্টা গাড়িতে যেতে হবে।

পাথুরে রেলি নদীর উপর দিয়ে অনায়াসে চলে যায় গাড়ি। অসাধারণ সে অভিজ্ঞতা। অদ্ভুত এক অ্যাডভেঞ্চার বললে ভুল হবে না। ঋষি নদীর পাড়েই রয়েছে অসম্ভব সুন্দর এক হোমস্টে। পাহাড়ের উপত্যকায় অসাধারণ সৌন্দর্য। হোমস্টেটা একেবারে নদীর পাশে হওয়ায় সারাদিন নদীর পাড়ে সময় কাটিয়ে দেওয়া যায়।

Bidyang Valley

উত্তরবঙ্গের প্রতীকী ছবি সৌ ফেসবুক

Travel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকেTravel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে

নদীর উপরে একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ রয়েছে। সেখানে অসাধারণ লাগে দেখতে। বর্ষায় নদীতে জল বাড়লে পায়ে হেঁটে ব্রিজ পার হয়ে হোমস্টেতে আসতে হয়। খুব বেশি পর্যটকের আনাগোনা এখানে নেই। আবার নদীর কাছে একটি ঝরনাও রয়েছে। বর্ষায় সেটি আরও সুন্দর হয়ে ওঠে। বর্ষার পরেই যেহেতু পুজো সেহেতু আরও বেশি জল দেখা যাবে নদীতে। সকালে নদীর পাড়ে বসে ব্রেকফাস্ট। দুপুরে লাঞ্চ। রাতে নদীর পাড়ে বসেই বন্ডফায়ার করা যায়।

Travel: ফুলের উপত্যকা, বর্ষায় বেড়িয়ে আসুন এই স্বর্গ রাজ্য থেকেTravel: ফুলের উপত্যকা, বর্ষায় বেড়িয়ে আসুন এই স্বর্গ রাজ্য থেকে

English summary

Bidyang Valley is off beat tourist destinaton in North Bengal

Story first published: Monday, July 10, 2023, 19:26 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here