Home বিনোদন প্রাচীন মূর্তি শুটিংয়ে ভেঙে ফের বিতর্কে সলমন খান

প্রাচীন মূর্তি শুটিংয়ে ভেঙে ফের বিতর্কে সলমন খান

প্রাচীন মূর্তি শুটিংয়ে ভেঙে ফের বিতর্কে সলমন খান

সলমন খান মানেই বিতর্ক। কিছুতেই যেন তার পিছু ছাড়ছে না বিতর্ক। সলমনের আসন্ন ছবি ‘দাবাং -৩’ এর শ্যুটিংয়ের সময় ভাঙল প্রাচীন মূর্তি।
নোটিশ দিলেও তাঁদের তরফে শ্যুটিং সেট সরিয়ে নেওয়ার বিষয়ে কোনও পদক্ষেপই করা হয়নি। মধ্যপ্রদেশে মান্ডু জেলার ঐতিহাসিক জলমহলে সেট বানিয়ে দাবাং-থ্রি-র শ্যুটিং হচ্চিল ।আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে দাবাং থ্রি-র টিমকে অবিলম্বে ওই শ্যুটিং সেট সরিয়ে নেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল ।

দেশের প্রাচীন সৌধ ও পুরাতাত্ত্বিক স্থান সংক্রান্ত ১৯৫৮ সালের আইন মানেনি সলমনের টিম। নর্মদার তীরে একটি দুর্গে শ্যুটিং করার সময় একটি প্রাচীন মূর্তিও ভেঙে যায় বলে অভিযোগ।