Home খেলাধুলো বিপিএল ফাইনালের টিকিট ‘মহামূল্য’

বিপিএল ফাইনালের টিকিট ‘মহামূল্য’

বিপিএল ফাইনালের টিকিট ‘মহামূল্য’

একে টি ২০ ক্রিকেট, তার উপর আবার ফাইনাল। তা স্টেডিয়ামে বসে দেখতে গেলে তো পকেট থেকে একটু বেশি পয়সা আসাতেই হবে ! কি বলেন? রাজধানী ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল ম্যাচ। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফাইনালে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। ইতিমধ্যেই ম্যাচের টিকিটমূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে দর্শকদের একটু বেশিই খরচ করতে হবে। টিকিটের সর্বোচ্চ মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের। মূল্য ৩০০০ বাংলাদেশি টাকা। লিগ পর্বে এই টিকেটের মূল্য নির্ধারণ ছিল ২০০০ বাংলাদেশের টাকা।বেড়েছে ক্লাব হাউসের টিকেটের মূল্যও। লিগ পর্বে যার মূল্য ছিল ৫০০ টাকা, সেটি এখন ৭০০ টাকা। দক্ষিণ এবং উত্তর গ্যালারির টিকেট মূল্য ৪০০ টাকা করা হয়েছে। লিগ পর্বে ছিল ৩০০ টাকা। লিগ পর্বে পূর্ব গ্যালারির টিকেট মূল্য ছিল ২০০ টাকা। ফাইনালের জন্য নির্ধারণ হয়েছে ৩০০ টাকা।