Home আপডেট Cash for Query: মঙ্গলে নয়, মহুয়ার ভাগ্য নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে এথিকস কমিটি

Cash for Query: মঙ্গলে নয়, মহুয়ার ভাগ্য নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে এথিকস কমিটি

Cash for Query: মঙ্গলে নয়, মহুয়ার ভাগ্য নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে এথিকস কমিটি

[ad_1]

মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে নিয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার নয়, বৃহস্পতিবার বৈঠকে বসছে সংসদের এথিকস কমিটি। সোমবার সন্ধ্যায় একথা জানা গিয়েছে। বৈঠক যে পিছিয়েছে তা জানতে পেরেছেন বলে স্বীকার করেছেন মহুয়া মৈত্র নিজে।

রবিবার সংসদের এথিকস কমিটির তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের করা অভিযোগ নিয়ে বিবেচনা করতে বৈঠক ডাকা হয়েছে। সোমবার বিকেলে জানা যায় বৃহস্পতিবার হবে সেই বৈঠক।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তুলেছেন তাঁর প্রাক্তন প্রেমিক জয় অনন্ত দেহদ্রাই। তাঁর দাবি, ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা ও দামি উপহার নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন তুলেছেন। এমনকী দর্শন হীরানন্দানিকে লোকসভার পোর্টালের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন তিনি। সেই লগ ইন ক্রেডেনশিয়াল ব্যবহার করে দুবাইয়ে বসে অন্তত ৪৩ বার লোকসভার পোর্টালে লগ ইন করেছেন দর্শন। স্বতঃপ্রণোদিত হলফনামায় অভিযোগ স্বীকার করে নিয়েছেন মুম্বইয়ের ধনকুবের দর্শন।

জয় আনন্ত দেহদ্রাই এই অভিযোগ আনলে মহুয়ার বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সেই অভিযোগের ভিত্তিতে জয় ও নিশিকান্তকে জেরা করে সংসদের এথিকস কমিটি। গত বৃহস্পতিবার এথিকস কমিটি তলব করেছিল মহুয়া মৈত্রকে। কিন্তু জিজ্ঞাসাবাদ বয়কট করে বেরিয়ে আসেন তিনি। এর পর সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন, তাঁকে এমন সব প্রশ্ন করা হয়েছে যা একজন নারীর জন্য অবমাননাকর।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here