Home খেলাধুলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সিরিজে সমতা ফিরিয়ে বাবার উদ্দেশ্যে অভিনব সেলিব্রেশান বেন স্টোকসের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সিরিজে সমতা ফিরিয়ে বাবার উদ্দেশ্যে অভিনব সেলিব্রেশান বেন স্টোকসের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সিরিজে সমতা ফিরিয়ে বাবার উদ্দেশ্যে অভিনব সেলিব্রেশান বেন স্টোকসের

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা নিশ্চয়ই ভোলেননি আপনারা কেউ! মূল ম্যাচের শেষ ওভারে বেন স্টোকসের ব্যাটে ভর করেই সেদিন প্রথম ব্যাটের ম্যাচ টাই করে পরে সুপার ওভারে বাউন্ডারির কাউন্টে জিতেছিল ইংল্যান্ড। এবার সেই স্টোকস ব্যাটের পরে বল হাতেও কেপটাউন টেস্ট ব্রিটিশদের জয়ে বড় ভূমিকা নিয়েছেন‌। টেস্ট জয়ের পর বাঁ হাতের মধ্যমা মুড়ে বিশেষ সেলিব্রেশন করেন স্টোকস। কিন্তু কেন এই সেলিব্রেশন?

বাবা গেডের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই এমন ভঙ্গিমায় সেলিব্রেশন করেন। স্টোকসের বাবা এই মুহূর্তে জোহানেসবার্গের হাসপাতালে চিকিৎসনাধীন। স্টোকসের বাবা ছিলেন রাগবি খেলোয়াড়। আর্থিক অবস্থা ভাল না থাকার জন্য একসময় তাঁর মধ্যমার অর্ধেক অংশ অস্ত্রোপচার করে বাদ দিতে হয়।

প্রসঙ্গত সেই ঘটনাকে মনে রেখেই এমন সেলিব্রেশন করেন বেন স্টোকস। উল্লেখ্য ইংল্যান্ডের বিশ্বকাপ জয় থেকে অ্যাসেজ সিরিজ ড্র রাখা সবেতেই স্টোকসের গুরুত্বপূর্ণ ভূমিকা । বেন স্টোকস জানিয়েছেন, তাঁর বাবার সুস্থতার বিনিময়ে ২০১৯ সালে পাওয়া সব সাফল্য ছেড়ে দিতেও প্রস্তুত তিনি। এখন বাবার সেরে ওঠাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।