Home বিদেশ বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে তিনভাগের দু’ভাগ মৃত্যুই হয়েছে আমেরিকা ও ইউরোপে। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, রবিবার রাত ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫,০১,৩০৯ জনের। তার মধ্যে সবথেকে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। এই দেশে মৃত্যুর সংখ্যা ১,২৮,১৫২। অর্থাত্‍ গোটা বিশ্বে মৃত্যুর ২৫.৫৬ শতাংশ শুধুমাত্র মার্কিন প্রদেশেই হয়েছে। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশে মৃত্যু হয়েছে ৫৭,৬২২ জনের। তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। এই দেশে করোনায় ৪৩,৫৫০ জন মারা গিয়েছেন। অর্থাত্‍ আমেরিকা, ব্রাজিল ও ব্রিটেন, এই তিনটি দেশে মোট মৃত্যু হয়েছে ২,২৯,৩২৪ যা গোটা বিশ্বে মৃত্যুর ৪৫.৭৫ শতাংশ। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি পেরিয়েছে। আর করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৫৫ লাখ মানুষ। সারা বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১,০০,৮২,৬১৮। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪,৫৮,৫২৩ জন। বিশ্বের কোভিড পরিসংখ্যানে করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫,৯৬,৫৩৭। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১,০৮১,৪৩৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিলে। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১,৩১৫,৯৪১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৭,১৫,৯০৫ জন। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। এখানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬,২৭,৬৪৬। কোভিড সংক্রমণে রাশিয়ায় এ যাবত্‍ মৃত্যু হয়েছে ৮৯৬৯ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩,৯৩,৩৫২ জন। বিশ্বের কোভিড পরিসংখ্যানে চতুর্থ স্থানে রয়েছে ভারত। এশীয় দেশের মধ্যে ভারতেই কোভিড আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫,২৯,৫৭৭ জন। করোনার সংক্রমণে ভারতে মৃত্যু হয়েছে মোট ১৬,১০৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩,১০,১৪৬ জন। এই পরিস্থিতিতে সব দেশকেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। জানানো হয়েছে, এখনই লকডাউন শিথিল না করতে। নইলে এই সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাবে। ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত কড়াকড়ি রাখার পরামর্শ দিয়েছে হু।