Home খেলাধুলো গিলখ্রিস্টকে পেছনে ফেলে ডি ককের নয়া রেকর্ড

গিলখ্রিস্টকে পেছনে ফেলে ডি ককের নয়া রেকর্ড

গিলখ্রিস্টকে পেছনে ফেলে ডি ককের নয়া রেকর্ড

উইকেটরক্ষক হিসেবে অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০ শিকারের নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক।

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৩টি ক্যাচ নেন ডি কক। দ্বিতীয় ইনিংসে নেন ৪টি ক্যাচ। দুই ইনিংস মিলিয়ে মোট ৭টি ক্যাচ নেন তিনি। ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ২০০ শিকারের মালিক হন কক। মাত্র ৪৫ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৪৫ ম্যাচে ডি ককের মোট ২০২ টি শিকারের মধ্যে রয়েছে ১৯১টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্পিং।

ককের আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের। এই রেকর্ড করতে তিনি খেলেছিলেন ৪৭ ম্যাচ। কক-গিলক্রিস্টের পরেই আছেন ব্রাড হাডিন। তিনি ২০০ শিকার পেয়েছিলেন ৫০ ম্যাচে।