Home লাইফস্টাইল কলকাতায় পৌঁছালো ‘ডিগনিটি মার্চ’

কলকাতায় পৌঁছালো ‘ডিগনিটি মার্চ’

কলকাতায় পৌঁছালো ‘ডিগনিটি মার্চ’
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

ডিগনিটি মার্চ পৌঁছালো শড়র কলকাতার বুকে । অপ্রাপ্তবয়স্ক এবং পাচার হওয়া নির্জাতিতাদের থেকে যৌনসেবা ক্রয় করা অপরাধীদের ১০০% দন্ডাদেশের দাবিতে এবং গ্ৰাহকদের মনে ভীতি জন্মানো এবং বলপূর্বক শিশু পতিতাবৃত্তিতে তাদের প্রশ্রয় দেওয়া লজ্জাজনক সংস্কৃতি চিরতরে লোপ করতে এবং মহিলা ও শিশু নির্যাতিতাদের জন্য এক সহায়কমূলক পরিবেশ গড়ে তুলতে ‘ দি ডিগনিটি মার্চ ‘ মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক ,কেরালা পন্ডিচেরী ,তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশার পর পদযাত্রা কলকাতা এসে পৌঁছিয়েছে। কলকাতায় তাদের পৌঁছানোর সাথে এই ১০০০০ কিলোমিটার পদযাত্রা আরও শ্রীবৃদ্ধি লাভ করেছে কারন হাজার হাজার অংশগ্ৰহনকারীগন নির্যাতিতাদের মধ্যে এই লজ্জা এবং ভীতির সংস্কৃতি শেষ করতে এবং পরিবর্তে অপরাধীদের কঠোর শাস্তির মধ্যে দিয়ে ভীতি পাওয়ানোর লক্ষ্যে এগিয়ে চলেছে। কলকাতায় পৌঁছনোর পরে পশ্চিমবঙ্গে এবং ভারতে যৌন হয়রানি এবং শিশু ও মহিলাদের বিরুদ্ধে ধর্ষণ সম্পর্কিত পরিস্থিতি আলোচনা করার জন্য একটি সভা ডাকা হয়েছিল সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে। এই সভায় রাষ্ট্রীয় গরিমা অভিযান আহ্বায়ক আশিফ শেখ ধর্ষন এবং যৌন লালসার শিকার নির্যাতিতাদের এই বিষয়গুলির রিপোর্ট করার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এই উদ্দেশ‍্যের আরো অগ্ৰগতির বিষয়ে দৃষ্টিগোচর করলেন। সারা ভারতে ২৪টি রাজ‍্যে ২০০টি জেলাব‍্যাপি ১০,০০০কিলোমিটার পথ অতিক্রম করেছে এই ‘ডিগনিটি মার্চ’ । ডিগনিটি মার্চ ২০শে ডিসেম্বর ২০১৮-এ মুম্বাই থেকে ৫০০০জনের বেশি নির্যাতিতা এবং তাদের পরিবারের সদস্য এবং সমাজের অনেক বিশিষ্ট ব‍্যক্তিদের অংশগ্ৰহনের মাধ্যমে শুরু হয়েছিল। ২২শে ফেব্রুয়ারি ২০১৯দিল্লিতে পরিসমাপ্তি ঘটবে।