Home লাইফস্টাইল Dinner Tips: শরীর সুস্থ রাখতে চাইলে ভুলেও রাতে এই খাবারগুলি খাবেন না | Dinner Tips: যদি আপনি শরীর সুস্থ রাখতে চান তাহলে রাতে, পাউরুটি, মদ, তেলমশলা যুক্ত খাবার, খাবেন না

Dinner Tips: শরীর সুস্থ রাখতে চাইলে ভুলেও রাতে এই খাবারগুলি খাবেন না | Dinner Tips: যদি আপনি শরীর সুস্থ রাখতে চান তাহলে রাতে, পাউরুটি, মদ, তেলমশলা যুক্ত খাবার, খাবেন না

Dinner Tips: শরীর সুস্থ রাখতে চাইলে ভুলেও রাতে এই খাবারগুলি খাবেন না | Dinner Tips: যদি আপনি শরীর সুস্থ রাখতে চান তাহলে রাতে, পাউরুটি, মদ, তেলমশলা যুক্ত খাবার, খাবেন না

[ad_1]

চর্বিযুক্ত খাবার

চর্বিযুক্ত খাবার

যেকোনোও চর্বিযুক্ত খাবার রাতে না খাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চর্বিযুক্ত খাবার খেলে রাতে খাবার নাও হজম হতে পারে। এমন কী বদহজম হওয়ারও সম্ভাবনা থাকে। তাই রাতে এড়িয়ে চলুন চর্বিযুক্ত যেকোনও খাবার।

ভাজা খাবার

ভাজা খাবার

যেকোন ভাজা জাতীয় খাবার রাত্রিবেলা কখনোই খাবেন না, এটি খেলে আপনার অ্যাসিড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। রাতে শোবার আগে ভাজা খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন।

স্টার্চ জাতীয় খাবার

স্টার্চ জাতীয় খাবার

যদি আপনি রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে, স্টার্চ জাতীয় যে কোন খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। বলা হয়, এই জাতীয় খাবার খেলে রক্তের শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকে। তাই রাত্রে এই ধরনের খাবার এড়িয়ে চলারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

মশলাযুক্ত খাদ্য

মশলাযুক্ত খাদ্য

তেলঝাল মশলাযুক্ত খাবার রাতে খাবেন না। এতে আপনার বদহজম, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের খাবার রাতে খাওয়া এড়িয়ে চলুন। সেই সঙ্গে প্রচুর পরিমাণে ঝাল খাবার বা লঙ্কা রাতে না খাওয়াই ভালো।

 মিষ্টি জাতীয় খাবার

মিষ্টি জাতীয় খাবার

যদি আপনার রাত্রে খাবার পর দাঁত ব্রাশ করার অভ্যাস থাকে তাহলে খুব ভালো, যদি আপনি রাতে ব্রাশ করেন তবেই রাতে মিষ্টি বাঁ মিষ্টি জাতীয় খাবেন, না হলে খাবেন না। কারণ দাঁতের ফাঁকে মিষ্টি আটকে গিয়ে দাঁত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

পাস্তা, পাউরুটি

পাস্তা, পাউরুটি

রাত্রে কখনো পাস্তা, পাউরুটির মতন কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাবেন না। এগুলি যদি আপনি রাতে খেয়ে ঘুমান তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে না। হু হু করে বাড়বে ওজন।

মদ

মদ

এমন অনেকেই রয়েছেন যারা মানসিক চাপ কমাতে রাত্রে এক গ্লাস মদ খেয়ে ঘুমান। তবে এটি কিন্তু শরীরের জন্য খুব খারাপ। এটি আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে ক্রমশক বাড়িয়ে তোলে। তাই এই অভ্যাস থাকলে আজই তা ত্যাগ করুন।

 চকোলেট

চকোলেট

বলা হয়, যে ব্যক্তি রাতে চকলেট খেয়ে ঘুমান, তাঁদের কিন্তু রাতে ভালো ঘুম হয় না। এটি খেলে আপনার রাতে ঘুমের ব্যাঘাত ঘটবে। তাই চকলেট খেয়ে রাতে না ঘুমানোই ভালো।

 লবণাক্ত খাবার

লবণাক্ত খাবার

রাতে কোনরকম লবণাক্ত জিনিস না খেয়ে শোওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ এতে আপনার অন্ত্রের নানা রকম ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, যে ব্যক্তি রাতে লবণ জাতীয় জিনিস বেশি খান বা খাবারে লবণ বেশি খান তাদের পেট ব্যথা হবার সম্ভাবনা থাকে, সেই সঙ্গে রাতে ঘুমেরও ব্যাঘাত ঘটে।

Stay Healthy: সুস্থ থাকতে চান? ভুল করেও এইসব জিনিস একসঙ্গে খাবেন নাStay Healthy: সুস্থ থাকতে চান? ভুল করেও এইসব জিনিস একসঙ্গে খাবেন না

হালকা খাবার

হালকা খাবার

যতটা পারবেন রাতে হালকা খাবার চেষ্টা করবেন এবং পেট ভরে খাবার খাবেন না। যদি আপনি এগুলি মেনে চলেন তাহলে আপনার রাত্রিবেলা খাবার খুব ভালোভাবে হজম হবে এবং রাতে খুব ভাল ঘুম হবে। পরের দিন সকালে দেখবেন আপনার শরীর ঝরঝরে থাকবে।

Ghee Benefits in Monsoon: বর্ষাকালে কেন খাবেন ঘি? জানুন গুনাগুন সম্পর্কেGhee Benefits in Monsoon: বর্ষাকালে কেন খাবেন ঘি? জানুন গুনাগুন সম্পর্কে

কী খাবেন রাতে

কী খাবেন রাতে

যদি পারেন রাতে একবাটি স্যুপ বা বাজরা বা ডালিয়ার অল্প একবাটি খিচুড়ি বা রুটি, বা এক বাটি চাল ডালের খিচুড়ি খেয়ে আপনি শুতে পারেন। এটি আপনার খাবার রাতে খুব দ্রুত হজম করাবে এবং আপনার শরীরেও পুষ্টি পাবেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here