Home খেলাধুলো দলে ফিরলেন আমের

দলে ফিরলেন আমের

দলে ফিরলেন আমের

পাকিস্তানের বিশ্বকাপ দলে দলবদলের ধারা অব্যাহত থাকল।বিশ্বকাপ শুরুর বাকি মাত্র ১০ দিন। শেষ মুহূর্তে দলে ফিরলেন পাকিস্তানের অন্যতম সেরা পেসার মহম্মদ আমের। একই সঙ্গে পেসবিভাগে ফেরানো হল ওয়াহাব রিয়াদকে। আমেরের ফর্ম পড়তেই তাঁকে বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলেছিল পাক ক্রিকেট বোর্ড। প্রাক বিশ্বকাপ পর্বে ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজে বোলিং বিপর্যয় দেখে ফের আমেরকে দলে ফেরালো ম্যানেজমেন্ট এমটাই মনে করছেন ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে পাক দল। কার্যত বোলিং ব্যর্থতার কারণেই পাঁচ ম্যাচের সিরিজ ০-৪ হার হয় পাকিস্তানের। তারপরেই এই সিদ্ধান্ত। একই সাথে বিশ্বকাপের চূড়ান্ত দলে আমের-রিয়াদের মতো ব্যাটসম্যানদের মধ্যে সুযোগ করে নিলেন আসিফ আলি। দেশের জার্সিতে ১৬টি ওয়ান ডে ম্যাটে ৩৪২ রান হাঁকিয়েছে ২৭ বছরের ডানহাতি মিডল অর্ডারের এই ব্যাটসম্যান। বিশ্বকাপের জন্য পাকিস্তানের পনেরো সদস্যের চূড়ান্ত দলটি হল –
সরফরাজ আহমেদ(অধিনায়ক), শোয়েব মালিক, মহম্মদ হাফিজ, ফাকহর জামান, ইমাম উল হক, বাবর আজম, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম,শাহিন আফ্রিদি, হ্যারিস সোহেল, হাসান আলি, মহম্মদ আমের, ওয়াহাব রিয়াদ, মহম্মদ হাসনাইন।