Home ঘুরে আসি Durga Puja special offer: পুজোয় বেড়ানোর দারুন অফার দিচ্ছে NBSTC, জেনে নিন প্যাকেজ ডিটেলস | Durga Puja special offer: দুর্গাপুজোয় উত্তরবঙ্গ বেড়ানোর বিশেষ অফার দিচ্ছে NBSTC

Durga Puja special offer: পুজোয় বেড়ানোর দারুন অফার দিচ্ছে NBSTC, জেনে নিন প্যাকেজ ডিটেলস | Durga Puja special offer: দুর্গাপুজোয় উত্তরবঙ্গ বেড়ানোর বিশেষ অফার দিচ্ছে NBSTC

Durga Puja special offer: পুজোয় বেড়ানোর দারুন অফার দিচ্ছে NBSTC, জেনে নিন প্যাকেজ ডিটেলস | Durga Puja special offer: দুর্গাপুজোয় উত্তরবঙ্গ বেড়ানোর বিশেষ অফার দিচ্ছে NBSTC

[ad_1]

পুজোর বেড়ানো

পুজোর বেড়ানো

পুজো মানেই বেড়ানো। বাঙালির পায়ের তলায় সরষে। কাজেই সুযোগ পেলেই বেড়িয়ে পড়া। আর পুজো মানেই উত্তরবঙ্গ। এখন স্কুল কলেজে পুজোর ছুটি কমিয়ে দিয়েছে ঠিকই কিন্তু তার মধ্যেই ঠিক সময় করে সকলে বেড়িয়ে পড়ছেন। এরই মধ্যে পুজোর ট্যুর প্ল্যান ঠিক হয়ে গিয়েছে। ছুটির হিসেব নিকেশ করে নিয়ে কবে যাওয়া কখন ফেরা সব মিলিয়ে অনেকেই ট্রেনের টিকিট কেটে ফেলছেন।

এনবিএসটিসির বিশেষ অফার

এনবিএসটিসির বিশেষ অফার

দুর্গাপুজোয় ( Durga Puja) বাঙালির ফেভারিট ডেস্টিনেশন উত্তরবঙ্গ আর সিকিম। উত্তরবঙ্গে পর্যটন শিল্পে উন্নয়নের কাজ করছে রাজ্য সরকার। আর তাতে সহযোগিতার কাজ করছে উত্তরবঙ্গ পরিবহণ। পর্যটকদের জন্য বিশেষ অফার দিচ্ছে এনবিএসটিসি (NBSTC)। তাতে আগে বুকিং পরে টাকা। অর্থাৎ Book Now Pay Later । একেবারে মধ্যবিত্তদের কথা ভেবেই এই অফার দেওয়া হচ্ছে।

কী কী রয়েছে অফারে

কী কী রয়েছে অফারে

ট্রেনে এনজেপি পর্যন্ত পৌঁছনো গেলেও পাহাড়ে উঠতে গেলে গাড়ি নাহলে বাসই ভরসা। এবার আর বেসরকারি বাস, ট্রেকার, জিপ ভাড়া না করে এনবিএসটিসি প্যাকেট ট্যুর কেটে নিন। দার্জিলিং, ডুয়ার্স, কালিম্পং থেকে সিকিম পর্যটনের হটস্পট গুলিতে কম খরচে বেড়ানোর সুযোগ করে দেবে এই অফার। চার মাস আগেই কোনও রকম অগ্রিম টাকা ছাড়াই এই প্যােকজের টিকিট বুক করা যাবে। তবে তাড়াতাড়ি কাটকে হবে টিকিট। জুন মাসেই শেষ হয়ে যাচ্ছে সেই অফার।

বুকিংয়ে ছাড়

বুকিংয়ে ছাড়

মধ্যবিত্ত মানুষের পকেটে সব সময় টান। ট্রেনের টিকিট কাটার পর বাকি বে়ড়ানোর টাকা জোগার করতে আবার বেশ িকছু সময় লাগে। কিন্তু এনবিসিটিসির এই অফার মধ্যবিত্ত মানুষের কাছে জ্যাকপটের মতো। জুন মাস শেষ হওয়ার আগে অক্টোবর মাসের টিকিট বুক করলে কোনও অগ্রিম টাকা এখনই দিতে হবে না। জুলাই মাসে েবতন পেয়ে ধীরে সুস্থে টাকা দিন। টিকিটের ভাড়ার ৫০ শতাংশ আগে মেটান। বাকি টাকা বেড়ানোর ৩০ দিন অর্থাৎ ১ মাস আগে িদলেই হবে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here