Home ঘুরে আসি Durga Puja Tour: পুজোর বেড়ানোর প্ল্যানিং করছেন? অপেক্ষা করছে সুন্দরী লুংসেল | Durga Puja Tour: দুর্গাপুজোর ছুটিতে বেড়িয়ে আসুন কালিম্পংয়ের অফবিট এই ডেস্টিনেশনে

Durga Puja Tour: পুজোর বেড়ানোর প্ল্যানিং করছেন? অপেক্ষা করছে সুন্দরী লুংসেল | Durga Puja Tour: দুর্গাপুজোর ছুটিতে বেড়িয়ে আসুন কালিম্পংয়ের অফবিট এই ডেস্টিনেশনে

Durga Puja Tour: পুজোর বেড়ানোর প্ল্যানিং করছেন? অপেক্ষা করছে সুন্দরী লুংসেল | Durga Puja Tour: দুর্গাপুজোর ছুটিতে বেড়িয়ে আসুন কালিম্পংয়ের অফবিট এই ডেস্টিনেশনে

[ad_1]

পুজোর ছুটি

পুজোর ছুটি

পুজোর ছুটি মানেই বাঙালির পায়ে সর্ষে। বেড়িয়ে পড়তে পারলেই হল। একটা শুধু অজুহাত প্রয়োজন। পুজোর ছুটি সেরকমই একটা অজুহাত। নেকেই পুজোর চারদিন শহরের ভিড় থেকে দূরে থাকতে চান। উত্তরবঙ্গের পাহাড়ে। কাঞ্জনজঙ্ঘার কোলে অফবিট একটি ডেস্টিনেশন লুংসেল। অসাধারণ সুন্দর জায়গা লুংসেল। যাঁরা ফাঁকায় কয়েকটা দিন প্রকৃতির কোলে কাঞ্চন জঙ্ঘা দেখে কাটাতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে লুংসেল

লুংসেল

লুংসেল

কালিম্পংয়ের এক অফবিট ট্যুরিস্ট স্পট লুংসেল। অসাধারণ তার প্রাকৃতিক সৌন্দর্য। একেবারে অজানা এই পাহাড়ি গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়ালেই সময় কেটে যাবে। একেবারে নির্ভেজাল বাতাস। তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার আসাধারণ দৃশ্য। পর্যটকদের খুব বেশি ভিড় নেই এখানে। থাকতে হলে থাকতে হবে হোম স্টেতে। গ্রামের মানুষের সঙ্গে মিলে মিশে কাটিয়ে দিন পুজোর ছুটির কয়েকটা দিন।

Travel: অজানা পাখির ডাকে ঘুম ভাঙবে এখানে, বেড়িয়ে আসুন পুরীর কাছে এই নেচার ক্যাম্প থেকেTravel: অজানা পাখির ডাকে ঘুম ভাঙবে এখানে, বেড়িয়ে আসুন পুরীর কাছে এই নেচার ক্যাম্প থেকে

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

লুংসেল যেতে হলে এনজেপি সবার আগে পৌঁছতে হবে। আগে থেকে হোমস্টেতে বলা থাকলে তারা গাড়ি পাঠিয়ে দেয়। আবার এনজেপি থেকে গাড়ি ভাড়া করেও যেতে পারেন। আবার এনজেপি থেকে শেয়ার গাড়িতে কালিম্পং এসে। সেখান থেকেও লুংসেলের গাড়ি পাওয়া যায়। এখানে আবার ট্রেকিং করে যাওয়ার পথও রয়েছে। কাজেই লুংসে পৌঁছতে খুব বেশি হ্যাপা নেই।

Free Food on Train: বিনামূল্যেই দূরপাল্লার ট্রেনে মিলবে খাবার-জল, কীভাবে পাবেন সুবিধা জেনে নিনFree Food on Train: বিনামূল্যেই দূরপাল্লার ট্রেনে মিলবে খাবার-জল, কীভাবে পাবেন সুবিধা জেনে নিন

পাহাড়ে ঘেরা মায়াবি গ্রাম

পাহাড়ে ঘেরা মায়াবি গ্রাম

পাহাড়-ঝড়না মেঘ কী নেই এখানে। অক্টোবর মাসে এখানকার আবহাওয়া আরও মনোরম হয়ে ওঠে। রাস্তার ধারে ধারে পাহাড়ি ফুলের বাগান। তারপরে আবার অসাধারণ সব ভিউ। ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলবে এখানে। কত সব নাম না জানা পাখির দেখা পাওয়া যায় এখানে। গ্রামের পথেই অর্ধেক মন ভাল হয়ে যাবে। গ্রামের মানুষের সাদামাঠা জীবন মন ভরিয়ে দেবে।

Travel: পুজোয় দেশের বাইরে ঘুরতে যেতে চাইছেন, জেনে নিন কম খরচে বিদেশে বেড়ানোর কিছু জায়গাTravel: পুজোয় দেশের বাইরে ঘুরতে যেতে চাইছেন, জেনে নিন কম খরচে বিদেশে বেড়ানোর কিছু জায়গা

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here