Home ঘুরে আসি Durga Puja Travel: ভুটানে বিশেষ ছাড় পর্যটকদের, ভারতীয়রা কতটা সুবিধা পাবে ট্যুর প্ল্যানের আগে জেনে নিন | Durga Puja Travel: কম খরচে ভুটান বেড়ানোর সুযোগ সত্যিই কি মিলছে জেনে নিন

Durga Puja Travel: ভুটানে বিশেষ ছাড় পর্যটকদের, ভারতীয়রা কতটা সুবিধা পাবে ট্যুর প্ল্যানের আগে জেনে নিন | Durga Puja Travel: কম খরচে ভুটান বেড়ানোর সুযোগ সত্যিই কি মিলছে জেনে নিন

Durga Puja Travel: ভুটানে বিশেষ ছাড় পর্যটকদের, ভারতীয়রা কতটা সুবিধা পাবে ট্যুর প্ল্যানের আগে জেনে নিন | Durga Puja Travel: কম খরচে ভুটান বেড়ানোর সুযোগ সত্যিই কি মিলছে জেনে নিন

[ad_1]

কম খরচে ভুটান সফর

কম খরচে ভুটান সফর

ভারতের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভুটান। সেকারণে এখানে যেতে পাসপোর্টের প্রয়োজন হয় না ভারতীয়দের লাগে পারমিট। ভুটান সরকার পারমিট দেয় ভারতীয় পর্যটকদের। সেই পারমিট নিয়ে ভুটানে বেড়াতে যান ভারতীয়রা। ছবির মত সুন্দর হিমালয়ের কোলে এই ছোট্ট দেশটি। এবং ততটাই এর পরিবেশ নির্মল। দূষণ প্রায় নেই বললেই চলে ভুটানের। কিন্তু ভুটান সফর কম খরচে একেবারেই সম্ভব নয়। তবে এবার ভুটান সরকার একটা বিশেষ ঘোষণা করেছে তার জন্য ভুটানে বেড়ানোর খরচ অনেকটা কমে যেতে চলেছে।

কী বিশেষ ঘোষণা ভুটানে

কী বিশেষ ঘোষণা ভুটানে

পর্যটক টানতে ভুটান সরকার উন্নয়ন ফি অনেকটাই কমিয়ে দিয়েছে। গোটা দেশকে পরিচ্ছন্ন রাখার জন্য পর্যটকদের কাছ থেকে মোটা টাকা কর নিত ভুটান সরকার। যাকে সাস্টেনেবল ডেভলপমেন্ট ফি বলা হয়। ২০০ ডলার অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় সাড়ে ১৬ হাজার টাকা। এই সাস্টেনেবল ডেভলমেন্ট ফি-র কারণেই ভুটানে বেড়ানো খরচ সাপেক্ষ ছিল। সেই সঙ্গে রাত্রি কালিন একটি কর নেওয়া হত। ৬৫ ডলার অর্থাৎ প্রায় সাড়ে ৫ হাজার টাকা অতিরিক্ত নেওয়া হত রাত্রিকালীন কর হিসেবে।

Travel: কলকাতাতেই রয়েছে একটুকরো ত্রিপুরা, সপ্তাহান্তের বেড়ানোর সেরা ঠিকানাTravel: কলকাতাতেই রয়েছে একটুকরো ত্রিপুরা, সপ্তাহান্তের বেড়ানোর সেরা ঠিকানা

কেন নেওয়া হত সেই কর

কেন নেওয়া হত সেই কর

ভুটান এমন একটা জায়গায় অবস্থিত যেখানে সবকিছুই বাইরে থেকে রপ্তানি করে নিয়ে আসতে হয়। চাল-ডাল থেকে শুরু করে সবজি সব কিছুর দাম আগুন। সেকারণে বাজেট পর্যটকরা তাঁদের দেশে বেড়াতে আসুন সেটা কখনওই চায় না ভুটান সরকার। বড়লোক পর্যটকরা যাতে ভুটানে েবড়ােত আসেন সেদিকেই বেশি নজর ছিল ভুটান সরকারের। বাজেটের পর্যটকরা এলে পরিবেশ নষ্ট হতে পারে বলেও আশঙ্কা ছিল তাদের।

IRCTC Offers Durga Puja Special: পুজোর ছুটিতে বেড়াতে যেতে চান, এখনই টিকিট কাটুন, বিশেষ সুবিধা দিচ্ছে IRCTCIRCTC Offers Durga Puja Special: পুজোর ছুটিতে বেড়াতে যেতে চান, এখনই টিকিট কাটুন, বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC

হঠাৎ কেন ছা়ড়

হঠাৎ কেন ছা়ড়

ভুটান সরকার ট্রেকিংয়েও নিশেধাজ্ঞা জারি করেছে। যে অভিযাত্রীরা ট্রেকিং করতে আসতেন তারাও আসতে পারছেন না। তবে ২০২৪ সাল পরে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ভুটান সরকার মনে করছে এই ছাড় দেওয়ার ফলে ভুটানে বেশি দিন পর্যটকরা থাকবে পারবেন। অর্থাৎ ১২ দিনের কর দিয়ে তাঁরা ১ মাস থাকতে পারবেন। এতে ভুটানের অর্থনীতি কিছুটা হলেও উন্নত হবে। তবে ভারতীয়রা এতে বেশি উপকৃত হবেন না। কারন যাঁরা ডলারে কর দিচ্ছেন তাঁদের জন্য এই সুবিধা। টাকার ক্ষেত্রে প্রযোজন্য নয়।

Travel: দিঘা-পুরী নয়, এই বর্ষায় বেড়িয়ে আসুন সমুদ্রহীন সৈকত থেকেTravel: দিঘা-পুরী নয়, এই বর্ষায় বেড়িয়ে আসুন সমুদ্রহীন সৈকত থেকে

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here