Home লাইফস্টাইল First Saliva Pregnancy Test: মুখের লালা দিয়েই করুন প্রেগন্যান্সি টেস্ট, কিন্তু কীভাবে | First Saliva Pregnancy Test: এবার মুখের লালা দিয়েই করা যাবে প্রেগন্যান্সি টেস্ট, যুক্তরাজ্য প্রথম বাজারে আনছে স্যালিস্টিক টেস্ট

First Saliva Pregnancy Test: মুখের লালা দিয়েই করুন প্রেগন্যান্সি টেস্ট, কিন্তু কীভাবে | First Saliva Pregnancy Test: এবার মুখের লালা দিয়েই করা যাবে প্রেগন্যান্সি টেস্ট, যুক্তরাজ্য প্রথম বাজারে আনছে স্যালিস্টিক টেস্ট

First Saliva Pregnancy Test: মুখের লালা দিয়েই করুন প্রেগন্যান্সি টেস্ট, কিন্তু কীভাবে | First Saliva Pregnancy Test: এবার মুখের লালা দিয়েই করা যাবে প্রেগন্যান্সি টেস্ট, যুক্তরাজ্য প্রথম বাজারে আনছে স্যালিস্টিক টেস্ট

[ad_1]

  • |
Google  Bengali News

জানেন কি এবার আপনার মুখের লালা দিয়েই আপনি বুঝতে পারবেন আপনি প্রেগন্যান্ট কিনা! শুনতে অবাক লাগছে, তবে ঠিকই শুনেছেন, ইসরাইলের একটি প্রতিষ্ঠান এই স্যালিস্টিক টেস্ট বাজারে আনছে। আর কিট দিয়ে সহজে বোঝা যাবে আপনি প্রেগন্যান্ট কিনা। টেস্ট কিটটি লঞ্চ হবার পর প্রথমে ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইসরাইলের বাজারে মিলবে এই টেস্ট কিট। এই কিট কিন্তু বিশ্বের প্রথম টেস্ট কিট।

জানা গিয়েছে, এবার কিন্তু প্রেগন্যান্ট জানার জন্য রক্ত বা প্রসবের নমুনা সংগ্রহের আর কোনও প্রয়োজন নেই। এই পরীক্ষায় শুধু মুখের লালা দিয়েই মাত্র ১০ মিনিটে আপনি জানতে পারবেন আপনি প্রেগনেন্ট কিনা। যেসব নারী গর্ভধারণ করে করেন তাদের শরীরে বিটা এইচসিজি নামের একটি হরমোন তৈরি হয়।

Image of Pregnancy Test

ছবি সৌ:পিক্সেলস

Jobs Interview Tips: মন মতো চাকরি পেতে ইন্টারভিউ দিচ্ছেন, সাফল্য পেতে মেনে চলুন এগুলি Jobs Interview Tips: মন মতো চাকরি পেতে ইন্টারভিউ দিচ্ছেন, সাফল্য পেতে মেনে চলুন এগুলি

যার উপস্থিতিতে এই রক্ত ও প্রস্রাব নিয়ন্ত্রণ করা যায়। এবার বাজারে যে কিট আসছে সেই কিট থেকে সহজেই জানা যাবে আপনি প্রেগন্যান্ট কিনা, আশা করা যাচ্ছে এর দ্বারা অনেক নারীর উপকার হবে। এখন প্রেগন্যান্সির জন্য অনেক কিট বেরিয়েছে, তবে অনেক সময় কিন্তু সঠিক ফলাফল নিয়ে নানান ভয় থাকে সকলের মধ্যে। আবার অনেকেই সঠিকভাবে কিট ব্যবহারও করতে পারেন না। তবে এবার খুব সহজেই মুখের লালা দিয়ে জানা যাবে আপনি প্রেগনেন্ট কিনা। আর এই কিট নিয়ে কিন্তু খুব আশাবাদী রয়েছেন উদ্ভাবনকারীরা।

কিট উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ইউরোপের বাজারে ঢুকতে আর বেশিদিন বাকি নেই। কিছুদিনের মধ্যে পাওয়া যাবে এই কিট। চলতি মাসে জার্মানিতে এই কিট পাওয়া যাবে বলে জানিয়েছেন তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রে এই পণ্যটি বিক্রি করবার জন্য এফডিএফের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে ইতিমধ্যে।

Image of Pregnancy Test

ছবি সৌ:পিক্সেলস

Mango Shake Or Banana Shake: আম না কলার শেক গরমকালে খাওয়া ভালো?Mango Shake Or Banana Shake: আম না কলার শেক গরমকালে খাওয়া ভালো?

পরীক্ষাটি কীভাবে করবেন? টেস্টিং কিটে থার্মোমিটারের মতোই একটি নলাকৃতির অংশ রয়েছে ফোমে মোড়ানো রয়েছে। সেটি থার্মোমিটারের মতোই, কিছুক্ষণ মুখে রাখতে হয় আপনার। এসময় মুখ থেকে যে লালা নিঃসৃত হবে, তা জমা হবে ফোমে। এরপর সেই ফোমটি একটি প্লাস্টিকের টিউবে স্থানান্তর করতে হয়। সেই টিউবেই বায়োক্যামিকেল ক্রিয়া-প্রতিক্রিয়ার ১৫ মিনিটের মধ্যে জানা যায় আপনি গর্ভবতী কিনা।

সংস্থা জানিয়েছে, মাত্র ১৫ মিনিটেই আপনি সঠিক ফলাফল জানতে পারবেন। ইতি মধ্যে ইসরায়েলের ৩০০ জনের বেশি মহিলার ওপর এই কিটের ট্রায়াল দেওয়া হয়েছে।

Best Foods For Diabetes: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুগার রোগী খান এগুলিBest Foods For Diabetes: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সুগার রোগী খান এগুলি

English summary

। Now you can do a pregnancy test with saliva, UK is the first to bring the salistic test to market.

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here