Home ঘুরে আসি Free Food on Train: বিনামূল্যেই দূরপাল্লার ট্রেনে মিলবে খাবার-জল, কীভাবে পাবেন সুবিধা জেনে নিন | Free Food on Train: ট্রেন লেট হলে বিনামূল্যে খাবার-জল দেবে রেলওয়ে জেনে নিন বিস্তারিত

Free Food on Train: বিনামূল্যেই দূরপাল্লার ট্রেনে মিলবে খাবার-জল, কীভাবে পাবেন সুবিধা জেনে নিন | Free Food on Train: ট্রেন লেট হলে বিনামূল্যে খাবার-জল দেবে রেলওয়ে জেনে নিন বিস্তারিত

Free Food on Train: বিনামূল্যেই দূরপাল্লার ট্রেনে মিলবে খাবার-জল, কীভাবে পাবেন সুবিধা জেনে নিন | Free Food on Train: ট্রেন লেট হলে বিনামূল্যে খাবার-জল দেবে রেলওয়ে জেনে নিন বিস্তারিত

[ad_1]

Travel

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

ফ্রিতে খাবার ( Free Food) তাও আবার ট্রেনে (Train)। এমন অসম্ভব কথা শুনে অনেকেই অবাক হবে। কিন্তু বাস্তবে সেটাই হচ্ছে। একেবারে বিমানের মতোই ব্যবস্থাপনা করতে চলেছে ভারতীয় রেল ট্রেন লেট হলেই যাত্রীদের বিনামূল্যে খাবার দেবে ভারতীয় রেলওয়ে ( Indian Railway)।

ট্রেন লেট করবে তা নতুন কথা নয়। দূরপাল্লার ট্রনে সঠিক সময়ে পৌঁছবে এটা ভাবাই যায় না। ট্রেন লেট হবেই। আর এক ঘণ্টা ২ ঘণ্টা ঠিক আছে কিন্তু তিন থেকে চার ঘণ্টা লেট পর্যন্ত হয় দূরপাল্লার ট্রেন। সেসময় সবচেয়ে বেসি সমস্যায় পড়েন যাত্রীরা।

ট্রেন

Photo Credit: পিটিআই

কারণ সব ট্রেনে প্যান্ট্রি থাকে না। হঠাৎ এমন কোনও জায়গায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ল যেখানে স্টেশন নেই। খিদে পেলেও খাবার কোনও উপায় নেই। যাত্রীদের এই হয়রানি থেকে বাঁচাতে ত্রাতা হয়ে এসেছে ভারতীয় রেলই। লেট ট্রেনে আটকে পড়া যাত্রীদের বিনামূল্যে খাবার এবং জল দেবে রেলওয়ে।

তবে সেটা একটি বিশেষ পরিস্থিতি তৈরি হলেই পাওয়া যাবে। আইআরসিটিসির নিয়ম অনুযায়ী যেসব ট্রেনের ভাড়া খাবার সহ ধরা হয় সেই সব ট্রেনের যাত্রীদের জন্য এই পরিষেবা দেওয়া হবে। যেমন রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দূরন্ত এক্সপ্রেস, বন্দেভারত এক্সপ্রেস। এই সব দূরপাল্লার ট্রেনে টিকিটের সঙ্গেই খাবারের দাম ধরে নেওয়া হয় যাত্রীদের জন্য।

এই সব ট্রেন যদি ২ ঘণ্টা বা তার বেশি সময় দেরিতে চলে তাহলে যাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়া হবে। ফ্রি ফুডের মধ্যে যেগুলি পড়ে সেগুলি হল সকালের ব্রেকফাস্টে ব্রেড-বাটার চা-কফি। চপলেটও কখনও কখনও দেওয়া হয়। সন্ধেবেলায় চা-কফির সঙ্গে চপলেট অথবা চারটে পাউরুটি-বাটার। আবার দুপুরে এবং রাতে ডাল-রুটি সবজি, কখনও কখনও কচুরিও দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে জল তো রয়েইছে। কাজেই এই সব ট্রেনে যাঁরা সফর করেন তাঁদের আর বাইরে থেকে খাবার কিনে খাওয়ার প্রয়োজন হবে না। ট্রেন লেট হলে রেলওয়েই বিনামূল্যে খাবার দিয়ে যাবে।

English summary

India Railway serve Free Food on Train

Story first published: Saturday, June 24, 2023, 17:12 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here