Home খেলাধুলো মোহনবাগানের ৮০% মালিক এখন গোয়েঙ্কারা

মোহনবাগানের ৮০% মালিক এখন গোয়েঙ্কারা

মোহনবাগানের ৮০% মালিক এখন গোয়েঙ্কারা

জল্পনাকে সত্যি করে এবার তা বাস্তবে পরিনত হল। বহুদিনের কাঙ্ক্ষিত ইনভেস্টর এল মোহনবাগানে। আরামকো না এটিকে জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানে উন্মোচিত হল নতুন দিগন্ত । নতুন দশকে নতুনরুপে দেখা যাবে বাংলার তিন প্রধানের অন্যতম বড় প্রধান মোহনবাগান ক্লাবকে। এই মূহুর্তে ক্লাবের সুসময় চলছে। আই লিগে তারা ৭ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এবার প্রথম স্থানে রয়েছে। ডার্বির আগে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ম্যারিনার্সরা।

এর মাঝেই সমর্থকদের জন্য এল খুশির খবর। স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাটলেটিকোর সঙ্গে গাঁটছড়া বাঁধছে বাগান। স্পনসর হিসেবে আসছে রিলায়েন্স ও আরপিজি। ফলে ম্যারিনার্সরা যেমন অর্থসঙ্কট থেকে মুক্তি পাচ্ছে, তেমনি পৃথিবীর অন্যতম সেরা ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধায় খেলার মান, পরিকাঠামো ও এক ধাক্কায় অনেকটাই উন্নত হবে । এই ঘোষণার পরে বোঝা যাবে কোন শর্তে এই চুক্তি হতে চলেছে। কলকাতা ময়দানে তিন প্রধানের মধ্যে মোহনবাগানে প্রথম এইধরণের চুক্তি হতে চলেছে।এরপর ইস্টবেঙ্গল এই পরিস্থিতিতে কি পদক্ষেপ নেয়া তার জন্য অপেক্ষা করে থাকবে তাদের সমর্থকরা। কারন এই মূহুর্তে তাদের ইনভেস্টর কোয়েসের সাথে তাদের সম্পর্ক মোটেও ভাল নয়।সংযুক্তির পরে ৮০ শতাংশ শেয়ার থাকবে গোয়েঙ্কাদের হাতে। বাকি ২০ শতাংশের মালিকানা থাকবে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের।