Home আপডেট Governor: ‘ডান কানে কম শুনি,’ সাংবাদিকের প্রশ্ন শুনেই জানিয়ে দিলেন রাজ্যপাল

Governor: ‘ডান কানে কম শুনি,’ সাংবাদিকের প্রশ্ন শুনেই জানিয়ে দিলেন রাজ্যপাল

Governor: ‘ডান কানে কম শুনি,’ সাংবাদিকের প্রশ্ন শুনেই জানিয়ে দিলেন রাজ্যপাল

সকালে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে গিয়ে বাংলা পরিক্রমা নিয়ে তাঁর আগামী কর্মসূচির কথা শুনিয়েছিলেন তিনি। এদিকে রবিবার বিকালেই গেলেন মাদার হাউজে। তিনি বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকরা বিশেষ প্রশ্ন করেছিলেন। আর তার উত্তরে রাজ্যপাল বলেই দিলেন, ডান কানে কম শুনি। আসলে ব্যাপারটি ঠিক কী হয়েছিল?

সূত্রের খবর, এবার সরস্বতী পুজোয় রাজভবনে হাতেখড়ির আয়োজন করেছিলেন রাজ্যপাল। এমনকী তিনি নিজেও হাতেখড়ি দেন। এমনকী জয় বাংলা স্লোগানও দেন। এনিয়ে বিতর্ককে উসকে দিয়ে বিজেপি নেতা স্বপন দাসগুপ্ত জানিয়েছিলেন, উনি যেটা বললেন সেটা তৃণমূলের রাজনৈতিক স্লোগান। আমি বলছি না উনি জয় শ্রীরাম স্লোগান দিন। কিন্ত জয় হিন্দ বললেই যথেষ্ট হত। এনিয়ে মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারীও। তাঁর মতে এটা এই দেশের স্লোগানই নয়। এটা বাংলাদেশের স্লোগান।

তবে এদিন মাদার হাউজের বাইরে এনিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংবাদিকরা। ঘটনাচক্রে তাঁর ডানদিকে থাকা এক সাংবাদিক এনিয়ে প্রশ্ন করেছিলেন। তার উত্তরে রাজ্যপাল ডান কানে হাত দিয়ে জানিয়ে দেন, ডান কানে কম শুনি।

কার্যত বাংলার আবেগে ভাসছেন রাজ্যপাল। এমনটাই মনে করছেন অনেকে। স্বামীজির আদর্শে, নেতাজির সাহসিকতায় অনুপ্রাণিত তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর সম্পর্কে বিশেষ কোনও অবনতির খবর মেলেনি। এবার তৃণমূল স্তরে থাকা মানুষের সঙ্গে কথা বলার কথাও জানিয়েছেন তিনি। মূলত বাংলার মাটিকে তিনি চিনতে চান। সেকারণেই ঘুরে দেখতে চান গোটা বাংলাকে। তার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

এর সঙ্গেই প্রশ্ন উঠেছে বিতর্কিত প্রশ্নকে এড়িয়ে যাওয়ার জন্যই কি উদ্যোগ নিচ্ছেন রাজ্যপাল? পাশাপাশি এদিনও দক্ষিণেশ্বরে সাংবাদিকের তরফে একাধিক প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে যান।

এদিকে রাজ্যপালের বাংলা পরিক্রমা নিয়ে নতুন আশায় বুক বাঁধছেন অনেকেই। একেবারে তৃণমূল স্তরের মানুষরাও এবার রাজ্যপালের সঙ্গে কথা বলার সুযোগ পেতে পারেন।

এদিকে এই প্রসঙ্গে অনেকের মনে পড়ে যাচ্ছে, বিগত রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ। তিনিও ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে বাংলার একাধিক গ্রামে গিয়েছিলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতেন তিনি। তবে সেই রাস্তায় একেবারে হাঁটছেন না নয়া রাজ্যপাল। রীতিমতো সুসম্পর্ক রেখেই তিনি কাজ করছেন। যাবতীয় বিতর্ককে এড়িয়ে যাচ্ছেন নয়া রাজ্যপাল। বলছেন বাংলা পরিক্রমার কথা। বাংলার সমৃদ্ধ ইতিহাসের কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here