Home ঘুরে আসি Hanuman Mandir: বিশ্বের একমাত্র মন্দিরে কাঠবিড়ালিরূপে পূজিত হন হনুমানজি, কিন্তু কোথায়? | Hanuman Mandir: এই মন্দিরে দেবতা হনুমানজি কাঠবিড়ালি রূপে পূজিত হন

Hanuman Mandir: বিশ্বের একমাত্র মন্দিরে কাঠবিড়ালিরূপে পূজিত হন হনুমানজি, কিন্তু কোথায়? | Hanuman Mandir: এই মন্দিরে দেবতা হনুমানজি কাঠবিড়ালি রূপে পূজিত হন

Hanuman Mandir: বিশ্বের একমাত্র মন্দিরে কাঠবিড়ালিরূপে পূজিত হন হনুমানজি, কিন্তু কোথায়? | Hanuman Mandir: এই মন্দিরে দেবতা হনুমানজি কাঠবিড়ালি রূপে পূজিত হন

[ad_1]

Travel

lekhaka-Paramita das

  • |
Google Oneindia Bengali News

।বিশ্বজুড়ে হনুমানজির লাখো লাখো ভক্ত হয়েছেন, তাঁদের উদ্যোগেই পৃথিবীর বহু জায়গায় হনুমানজির নানান মন্দির রয়েছে। বলা হয়, যে ব্যক্তি হনুমানজির নিত্যদিন পুজো করেন দেবতা তাঁর মনের সকল ইচ্ছা পূরণ করেন।

আপনি কি জানেন, এমন একটি মন্দির রয়েছে দেশে যেখানে কাঠবিড়ালি রূপে পূজিত হন হনুমানজি? এখানে কাঠবিড়ালি হনুমানজি রূপে পুজিত হন।

Hanuman Mandir

ছবি সৌ:ফেসবুক

কোথায় রয়েছে এই মন্দির

হ্যাঁ ঠিকই শুনেছেন গিলরাজ মন্দির উত্তরপ্রদেশের আলিগড় আঁচল সরোবরের তীরে অবস্থিত। এই মন্দির রয়েছে শত শত কাঠবিড়ালি, এখানে কাঠবিড়ালি হনুমানজি রূপে পুজিত হন। যা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। এখনও অনেকে এই মন্দির সম্পর্কে অনেক কিছু জানেন না।

কটি চোখ রয়েছে হনুমানজির

কথিত আছে, এই মন্দিরে কাঠবিড়ালি রূপে বসে থাকেন হনুমানজি। এই মন্দিরে হনুমানজির যে মূর্তিটি রয়েছে, তাঁর একটি মাত্র চোখ রয়েছে, আরেকটি চোখে কাছে গোলাপ ফুল দেওয়া রয়েছে।

Hanuman Mandir

ছবি সৌ:ফেসবুক

জানুন অজানা কাহিনী

মন্দিরের প্রচুর ইতিহাস রয়েছে অজানা অনেক ইতিহাস। এই মন্দির কত বছরের পুরনো তা অনেকেই জানেন না, কথিত আছে, এই মন্দিরে হনুমানজি পবিত্র তীরন্দাজ শ্রী মহেন্দ্রনাথ যোগী জি মহারাজকে স্বপ্ন দেখিয়েছিলেন। যে আমাকে এখানে তুই পুজো কর আমি এখানে রয়েছি। আমাকে খুঁজে পুজো কর।

সেই জায়গায় দেখেন প্রচুর কাঠবিড়ালি, কাঠবিড়ালিকে সরিয়ে তিনি যখন সেই জায়গাটি খোঁড়েন, তখন সেখান থেকে বেরিয়ে আসে হনুমানজির মূর্তি, তখনই মহেন্দ্রনাথ যোগী সেখানে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করেন। আর তারপর থেকেই সেখানে সেখানে শত শত কাঠবিড়ালির পুজো করা হয় হনুমানজি রূপে।

Hanuman Mandir

ছবি সৌ:ফেসবুক

আর্থিক লাভ হয়

বলা হয়, কাঠবিড়ালি এই মন্দিরের আরেকটি নাম হল গ্রহ হর রাজ। যে ব্যক্তি শুদ্ধ মনে হনুমানজির পুজো করেন সে জীবনের নয়টি গ্রহের দোষ থেকে মুক্তি পান। শুধু তাই নয় তার জীবনে সাফল্য লেগে থাকে এবং আর্থিকভাবে যথেষ্ট উন্নতি লাভ করতে পারেন তিনি।

  • Charkhole: এর সৌন্দর্যের কাছে ফেল করবে দার্জিলিং গ্যাংটক, সপ্তাহান্তে ছুটির সেরা ডেস্টিনেশন
  • Travel: বর্ষায় মোহময়ী দক্ষিণ, হানিমুনের সেরা ঠিকানা হতেই পারে এই জায়গা
  • Travel: দিঘা-পুরী নয়, এই বর্ষায় বেড়িয়ে আসুন সমুদ্রহীন সৈকত থেকে
  • Bangkok food street at Kolkata: কলকাতাতেই ব্যাঙ্ককের ছোঁয়া, বেড়ানোর নতুন ডেস্টিনেশন কী হতে চলেছে জেনে নিন
  • Kolkata-Bangkok Road: কলকাতা থেকে ব্যাঙ্কক সোজা গাড়িতে, সত্যি হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই
  • Travel: শেরপাতার, সবুজে ঘেরা গ্রামে দেখতে পাবেন রকমারি সব পাহাড়ি ফুল
  • Travel: বৈশাখ-জৈষ্ঠ্যে বিয়ে, বর্ষায় হানিমুনে যাবেন কোথায়? জেনে নিন রাজ্যের কয়েকটি রোমান্টিক ডেস্টিনেশন
  • Travel: দার্জিলিং যাচ্ছেন বেড়াতে? জেনে নিন এই তথ্য সমস্যায় পড়বেন না
  • জানেন ভারতের সর্বোচ্চ শিব মন্দির কোথায়, তৈরি করেছিলেন পাণ্ডবরা
  • Darjeeling: দার্জিলিং তো সকলেই যান, জানেন কি চা ছাড়া সেখানে আর কি সেরা
  • Travel: হাঁসফাঁস গরম থেকে বাঁচতে ভরসা সেই পাহাড়, সপ্তাহান্তের ছুটিতে চলে আসুন এই অফবিট লোকেশনে
  • Travel: পাহাড়ে বর্ষার মেঘের খেলা দেখতে চলে আসুন মুনথুম ভ্যালি

English summary

god Hanumanji is worshiped as a squirrel in this temple

Story first published: Saturday, June 24, 2023, 18:00 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here