Home লাইফস্টাইল Health Tips: এই ফ্যাট সমৃদ্ধ খাবারগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, জানেন | Health Tips: যদি আপনি শরীর সুস্থ রাখতে চান, হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন এই ফ্যাটসমৃদ্ধ খাবারগুলি খেতে পারেন

Health Tips: এই ফ্যাট সমৃদ্ধ খাবারগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, জানেন | Health Tips: যদি আপনি শরীর সুস্থ রাখতে চান, হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন এই ফ্যাটসমৃদ্ধ খাবারগুলি খেতে পারেন

Health Tips: এই ফ্যাট সমৃদ্ধ খাবারগুলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, জানেন | Health Tips: যদি আপনি শরীর সুস্থ রাখতে চান, হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন এই ফ্যাটসমৃদ্ধ খাবারগুলি খেতে পারেন

[ad_1]

চিয়া বীজ

চিয়া বীজ

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত চিয়া বীজ খাওয়া প্রতিটি মানুষের খুব দরকার। এটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, শুধু তাই নয় গাঁটে গাঁটে ব্যথা, আরথ্রাইটিস কমাতেও চিয়া বীজের জুড়ি মেলা ভার।

বাদাম

বাদাম

সকলে পায় মনে করেন বাদাম খেলে শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট হয়। সেই ফ্যাট নাকি মোটেও ভালো না। তবে চিকিৎসকদের মতে, আমন্ড, আখরোট এই বাদামগুলি কিন্তু হেলদি ফ্যাট, শুধু ফ্যাট নয় ভিটামিন ই, প্রোটিন, ফাইবার থাকে বাদামে। যা আপনার শরীরের জন্য খুব দরকার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। আপনি কি জানেন যারা প্রচুর বাদাম খাণ তাদের ওজন নিয়ন্ত্রণে থাকে।

 জলপাই

জলপাই

জলপাই আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি, ডাল থেকে চাটনিতে জলপাই খাই। তাছাড়াও শুধু নুন দিয়েও আমরা খাই। তবে এর কিন্তু রয়েছে প্রচুর গুণ । মনোসেচুরেটেড ফ্যাট থাকে মূলত এতে। গবেষণায় দেখা গেছে জলপাইয়ের মধ্যে অলিভরোপিউন নামক এক ধরনের উপাদান থাকে, যা আপনার ডায়াবেটিস প্রতিরোধ করতে সক্ষম। তাই যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তারা নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন জলপাই।

 ডার্ক চকলেট

ডার্ক চকলেট

সকলেই আমরা কম বেশি সকলে চকলেট খাই । তবে ডার্ক চকলেট অনেকেই খেতে চান না, তবে চকলেট কিন্তু প্রচুর উপকারী। চকলেটের ৭০ শতাংশের বেশি কোকো থাকে। এটি ফ্যাটের পরিমাণ প্রায় ৬৪ শতাংশ। তাছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, ম্যাঙ্গানিজ খনিজ পদার্থ, আন্টিঅক্সিডেন্ট থাকে। ব্লাড প্রেসার কমাতে সক্ষম এই চকলেট খাওয়া দরকার। সেইসঙ্গে আপনার মস্তিষ্কও সুস্থ রাখবে।

 Best Summer Foods : গরমকালে শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করতে এগুলি খান Best Summer Foods : গরমকালে শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করতে এগুলি খান

 দই

দই

দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমরা কিন্তু সকলেই প্রায় ডায়েট চার্টে দই রেখে থাকি। বারো মাসই দুপুরের খাদ্য তালিকায় দই রাখেন অনেকেই। নিয়মিত দই খেলে আপনার কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমবে।

Ghee Benefits in Monsoon: বর্ষাকালে কেন খাবেন ঘি? জানুন গুনাগুন সম্পর্কেGhee Benefits in Monsoon: বর্ষাকালে কেন খাবেন ঘি? জানুন গুনাগুন সম্পর্কে

ডিম

ডিম

অনেকেই ভাবের নিত্যদিন ডিম খেলে কোলেস্টেরল বাড়তে থাকবে। ডায়েট কন্ট্রোল এর জন্য অনেকেই নিত্যদিন ডিম খান না। আবার হার্টের রোগীরা ডিম থেকে দূরে থাকেন। তবে গবেষণায় দেখা গেছে ডিম খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে। প্রতিরোধের ক্ষমতা বাড়ে, দৃষ্টি শক্তি বাড়ে। ডিম রয়েছে প্রচুর ভিটামিন ডি। ডিমের কুসুম খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো।

 অ্যাভোকাডো

অ্যাভোকাডো

আপনি কি জানেন অ্যাভোকাডো যদি আপনি নিত্যদিন খেতে পারেন তাহলে আপনার ক্যানসারের ঝুঁকি কমবে? এটাতে রয়েছে মনোসেচুরেটেড যা আপনার প্রদাহ কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে ত্বক রাখবে সুন্দর।

 Tips For Glowing Skin : ত্বককে উজ্জ্বল রাখতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন এই সবজিগুলি Tips For Glowing Skin : ত্বককে উজ্জ্বল রাখতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন এই সবজিগুলি

 চর্বিযুক্ত মাছ

চর্বিযুক্ত মাছ

যেকোনোও চর্বিযুক্ত মাছ সকলে খেতে চান না, কারণ এতে আপনাদের ওজন বেড়ে যাওয়ার একটা ভয় থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চর্বিযুক্ত মাছ মাঝে মধ্যে খাওয়া উচিত কারণ এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা আপনার হার্ট এবং মস্তিষ্ক ভালো রাখতে সক্ষম

 টোফু

টোফু

মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাট প্রচুর পরিমাণে থাকে টোফুতে। এটি খাওয়া খুব ভালো। এটিতে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করবে। সেই সঙ্গে শরীর রাখবে সুস্থও।

Health Benefits Of Moong Dal Sprouts: স্বাস্থ্যের জন্য কতটা উপকারী অঙ্কুরিত মুগ ডাল?Health Benefits Of Moong Dal Sprouts: স্বাস্থ্যের জন্য কতটা উপকারী অঙ্কুরিত মুগ ডাল?

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here