Home খেলাধুলো প্রথম ম্যাচে অজিবধ করে টি-২০ মহিলা বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত

প্রথম ম্যাচে অজিবধ করে টি-২০ মহিলা বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত

প্রথম ম্যাচে অজিবধ করে টি-২০ মহিলা বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত

বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারাল হরমনপ্রীতরা। আইসিসি ওমেনস টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়নদের ১৭ রানে হারাল পুনমরা‌।

১৩৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেছিলেন দুই ওপেনার এলিস হিলি এবং বেথ মুনি। মুনি আউট হয়ার পরেই নিয়মিত ব্যবধানে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৫১ রান করে আউট হন হিলি। অ্যাশলে গার্ডনার চেষ্টা করলেও পুনম যাদবের স্পিন ও শিখা পাণ্ডের বোলিংয়ে কোনটাসা হয়ে অজিরা । হিলি,গার্নার (৩৪) ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ১১৫ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে পুনম যাদব ১৯ রান দিয়ে চার উইকেট নেন। শিখা পাণ্ডে নেন ৩টি উইকেট।

টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাগ ল্যানিং। ঝোড়ো ব্যাটিং করেন দুই ভারতীয় ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। স্মৃতি ১০ রানে এবং শাফালি ২৯ রানে আউট হন। অধিনায়িকা হরমনপ্রীত কউর মাত্র ২ রান করেন। জেস জেনাসন এবং এলিস পেরির দাপটে ৪ওভারে বিনা উইকেটে ৪০ রানে থেকে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। জুটিতে জেমাইমা রডরিগেজ এবং দীপ্তি শর্মা ভারতের রানকে টানেন । ২৬ রান করেন জেমাইমা। ৪৯ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। ৯ রানে অপরাজিত থাকেন ভেদা কৃষ্ণমূর্তি। ভারত ৪ উইকেট হারিয়ে ১৩২ রান করে। অজিদের হয়ে দুটি উইকেট নেন জেস জেনাসন।