Home খেলাধুলো পুনেতে লঙ্কা বধ করে সিরিজ জয় শার্দুলদের

পুনেতে লঙ্কা বধ করে সিরিজ জয় শার্দুলদের

পুনেতে লঙ্কা বধ করে সিরিজ জয় শার্দুলদের

∆ ভারত: ২০১-৬
(রাহুল ৫৪,ধাওয়ান ৫২)

∆ শ্রীলঙ্কা: ১২৩
(ডি সিলভা ৫৭, ম্যাথুজ ৩১)

পুনেতে ২-০ করে সিরিজ জয় করল কোহলি বাহিনী। ব্যাটে -বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেন শার্দুল ঠাকুর। ২০২০ সালের প্রথম টি-২০ সিরিজ জিতে শেষ করল ভারত। পুণেতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয় ৩ ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া।

দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে পরীক্ষানিরীক্ষার দিকে নজর দিয়েছিল ভারত।শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই সুযোগ পেয়েছিলেন নবদীপ সাইনি এবং শার্দুল ঠাকুর। পুণেতে সুযোগ দেওয়া হল সঞ্জু স্যামসন এবং মণীশ পাণ্ডেকে।

এদিন, ব্যাট করতে নেমে প্রথয় উইকেটে রাহুল ও ধাওয়ান ৯৭ রান যোগ করে। রাহুল ৫৪ এবং ধাওয়ান ৫২ করে আউট হন। সন্জ্ঞু স্যামসন মাত্র ৬ রান করে ফিরে যান। কোহলি ১৭ বলে ২৬* এর ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ৮ বলে ২২ রানের অনবদ্য ইনিংস খেললেন শার্দুল । সাথে বল হাতে তুলে নিলেন ২টি উইকেট। মণীশ পাণ্ডেও ১৮ বলে ৩১ রানে ইনিংস খেলেন। মণীশ ফিল্ডিংয়ের সময় দুর্দান্ত একটি রান আউটও করেছেন । ফলে, প্রথমে ব্যাট করতে নেমে ২০১ রানের বিশাল স্কোর করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের সম্মুখীন হয় শ্রীলঙ্কা। মাত্র ২৬ রানে ৪ উইকেট পড়ে যায় তাদের । সেই ধাক্কা আর সামলাতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তাঁদের ইনিংস শেষ হয়ে যায় ১২৩ রানে। ম্যাথিইজ ও ডিসিলভা ৫০ রানের পার্টনারশিপ গড়লেও ম্যাচে ফেরাতে পারেননি দলকে।ধনঞ্জয় ডি সিলভা এদিন ৫৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। এদিন একটি উইকেট দখল করে ভারতের সবচেয়ে বেশি টি-২০ উইকেটের মালিক হলেন বুমরাহ। সাইনি ৩টি এবং শার্দুল ২টি উইকেট নেন।