Home খেলাধুলো নয়া নজির গড়ে নতুন ‘পালক’ রানি রামপালের মুকুটে

নয়া নজির গড়ে নতুন ‘পালক’ রানি রামপালের মুকুটে

নয়া নজির গড়ে নতুন ‘পালক’ রানি রামপালের মুকুটে

ভারতীয় মহিলা হকি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা তিনি। তিনি রানি রামপাল।তাকে দিনকয়েক আগেই পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছিল ।

এবার তার মুকুটে যুক্ত হল আরও একটি পালক । ভারতীয় মহিলা হকি দলের অধিনায়িকা রানি রামপলের মুকুটে যোগ হল এই অ্যাচিভমেন্টের পালক। প্রথম হকি খেলোয়াড় হিসেবে ‘ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন রানি।

প্রসঙ্গত গত ২০ দিন ধরে ভোটাভুটি করা হয় এই বিষয়ের উপর । ভোট দেন বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ সমর্থক। এরপর আজ বৃহস্পতিবার বিজয়ীর নাম ঘোষণা করেন ওয়ার্ল্ড গেমস। বিবৃতি দিয়ে বলা হয়, ‘২০১৯ সালের ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার হয়েছেন ভারতীয় হকির সুপারস্টার রানি! অভিনন্দন। ১,৯৯,৪৭৭ ভোট পেয়ে সেরা অ্যাথলিটের দৌড়ে বিজয়ী হয়েছেন রানি।’ এবার মোট ৭,০৫,৬১০ ভোটে পড়েছিল ।