Home আপডেট ইন্দো-নেপাল সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে নেপাল ~ তৈরি করা হচ্ছে সেনা ক্যাম্প ও হেলিপ্যাড

ইন্দো-নেপাল সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে নেপাল ~ তৈরি করা হচ্ছে সেনা ক্যাম্প ও হেলিপ্যাড

ইন্দো-নেপাল সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে নেপাল ~ তৈরি করা হচ্ছে সেনা ক্যাম্প ও হেলিপ্যাড

নেপালের মানচিত্রে যুক্ত করা হয়েছে ভারতের তিনটি অংশকে। আর সেই মান চিত্র নিয়েই ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। বিতর্কের মাঝেই নেপালের অ্যাসেম্বলিতে সংবিধান সংশোধনীর পর বৃহস্পতিবার সেই সংশোধনী পাশ হয়ে যায়।

এবার থেকে নেপালের সরকারি মানচিত্রে কালাপানি দেখা যাবে। তার মধ্যে রয়েছে ভারতের তিনটি এলাকা। কালাপানি ছাড়াও রয়েছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এলাকা। এই মানচিত্র প্রকাশ করার পরেই সামরিক তত্‍পরতাও শুরু হয়েছে ইন্দো-নেপাল সীমান্তে। যা ইতিহাসে কখনও ঘটেছে কিনা তা অনেকেই মনে করতে পারছে না। যদিও সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এর পিছনে রয়েছে কমিউনিস্ট চিনের মাথা!

জানা যাচ্ছে, ইন্দো-নেপাল সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে নেপাল। শুধু তাই নয়, তৈরি করা হচ্ছে সেনা ক্যাম্পও। একেবারে যুদ্ধকালীন তত্‍পরতায় হেলিপ্যাড বানানোর কাজও করা হচ্ছে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, লিপুলেখ এলাকায় হঠাত করেই গত কয়েকদিনে নেপাল সেনার তত্‍পরতা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে।

ইন্দো-নেপাল সীমান্তে ব্যাপকভাবে নির্মান কাজ চালাচ্ছে নেপাল। আর্মি বেস, রাস্তা সহ একগুচ্ছ নির্মান শুরু করেছে। পাশাপাশি, নেপাল-চিন সীমান্তেও চলছে নির্মান কাজ। কালাপানি থেকে মাত্র ৪০ কিমি দূরে একটি পোস্ট বানিয়েছে নেপাল আর্মি। সেখানেও চলছে সে দেশের তত্‍পরতা। স্থানীয় মানুশজন জানাচ্ছেন, কপ্টারে করে সেনা-যন্ত্রপাতি নামানো হচ্ছে বলে।

যদিও ভারতের তরফে নেপালের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। কুটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধান হওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি টহল দেয়। সম্প্রতি সেই এসএসবি’র তরফেও তত্‍পরতা বাড়ানো হয়েছে বলে খবর।