Home ঘুরে আসি International VIPs don’t need Passport: পাসপোর্ট ছাড়াই যে কোনও জায়গায়! সুবিধা ৩ জনের, তাঁরা কারা | International VIPs don’t need Passport: পাসপোর্ট ছাড়া যে কোনও জায়গায় বিশ্বে তিনজন সুবিধা পান, তাঁরা কারা

International VIPs don’t need Passport: পাসপোর্ট ছাড়াই যে কোনও জায়গায়! সুবিধা ৩ জনের, তাঁরা কারা | International VIPs don’t need Passport: পাসপোর্ট ছাড়া যে কোনও জায়গায় বিশ্বে তিনজন সুবিধা পান, তাঁরা কারা

International VIPs don’t need Passport: পাসপোর্ট ছাড়াই যে কোনও জায়গায়! সুবিধা ৩ জনের, তাঁরা কারা | International VIPs don’t need Passport: পাসপোর্ট ছাড়া যে কোনও জায়গায় বিশ্বে তিনজন সুবিধা পান, তাঁরা কারা

[ad_1]

Travel

oi-Dibyendu Saha

Google Oneindia Bengali News

এক দেশে থেকে অন্য দেশে যেতে গেলে পাসপোর্ট জরুরি। সেই পাসপোর্ট জরুরি যে কোনও দেশের ভিভিআইপিদের জন্যও। সেই তালিকা থেকে বাদ যান না সেলিব্রিটিরাও। তবে সারা বিশ্বে এমন তিনজন রয়েছেন, যাঁরা যে কোনও দেশে ভ্রমণ করতে পারেন পাসপোর্ট ছাড়াই (International VIPs don’t need Passport)।

কোন দেশের রাষ্ট্রপ্রধান যাঁরা এক দেশ থেকে অন্য দেশে যখন যান, তাঁদেরও পাসপোর্ট প্রয়োজন হয়, তাঁদের বিশেষ পাসপোর্ট দেওয়া হয়ে থাকে। কারা সেই ব্যক্তি বর্গ, যাঁদের কোনও দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে না, একনজরে দেখে নেওয়া যাক।

International VIPs dont need Passport

যে তিনজনের কথা নিয়ে আলোচনা, তাঁরা হলেন ব্রিটেনের রাজা, জাপানের রাজা ও জাপানের রানি। বিদেশে যেতে তাঁদের পাসপোর্টের প্রয়োজন হয় না (International VIPs don’t need Passport)।

যতদিন রানি এলিজাবেথ ছিলেন, ততদিন তাঁরও একই অধিকার ছিল (International VIPs don’t need Passport)। চার্লস রাজা হওয়ার পরে তিনিও সেই অধিকার পেয়েছেন। তবে শুধু রাজা চার্লসেরই অধিকার রয়েছে। পরিবারের অন্য সদস্যদের অবশ্য এই সুবিধা কিংবা সম্মান নেই। অর্থাৎ চার্লসের পরিবারের অন্য সদস্যদের বিদেশ যাত্রার সময় পাসপোর্টের প্রয়োজন হবে।

Travel: ভুট্টার রুটি আর কাশ্মীরি পায়েস, খাবারের লোভেই পর্যটকরা ভিড় করছেন ভূস্বর্গের এই জায়গায়Travel: ভুট্টার রুটি আর কাশ্মীরি পায়েস, খাবারের লোভেই পর্যটকরা ভিড় করছেন ভূস্বর্গের এই জায়গায়

অন্যদিকে কোনও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্কিদের বিদেশযাত্রার সময় পাসপোর্টের প্রয়োজন হয়। তাদের কূটনৈতিক পাসপোর্ট থাকে। যা তাঁদেরকে ভিন দেশে বিশেষ মর্যাদা দেয়। এছাড়াও বিমানবন্দরে তাঁদেরকে সাধারণের মতো অপেক্ষাও করতে হয় না। প্রটোকল অনুযায়ী প্রত্যেক দেশেরই বিশেষ কিছু মানুষের কাছে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে (International VIPs don’t need Passport)।

Travel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকেTravel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে

ভারতে সাংবিধানিক পদে থাকাদের প্রটোকল অনুযায়ী কূটনৈতিক পাসপোর্ট রয়েছে। এর মাধ্যমে তাঁরা বিদেশ যাত্রা করতে পারেন। তবে তাঁদের পাসপোর্ট না হলে চলে না। তাঁরা ওপরে উল্লিখিত তিন জনের মতো সুবিধা কোনওভাবেই পান না।

Travel: বিশ্বের গভীরতম হোটেল জানেন কোথায় আছে, এখন দর্শনার্থীদের জন্য দুয়ার খোলাTravel: বিশ্বের গভীরতম হোটেল জানেন কোথায় আছে, এখন দর্শনার্থীদের জন্য দুয়ার খোলা

English summary

International VIPs don’t need Passport: Anywhere without a passport, 3 people gets Benefit, who are they?

Story first published: Sunday, July 9, 2023, 12:51 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here