Home ঘুরে আসি IRCTC Offers Durga Puja Special: পুজোর ছুটিতে বেড়াতে যেতে চান, এখনই টিকিট কাটুন, বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC | IRCTC Offers Durga Puja Special: দুর্গাপুজোয় বেড়াতে যাওয়ার টিকিট কেটে ফেলুন এখুনি বিশেষ অপার দিচ্ছে IRCTC

IRCTC Offers Durga Puja Special: পুজোর ছুটিতে বেড়াতে যেতে চান, এখনই টিকিট কাটুন, বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC | IRCTC Offers Durga Puja Special: দুর্গাপুজোয় বেড়াতে যাওয়ার টিকিট কেটে ফেলুন এখুনি বিশেষ অপার দিচ্ছে IRCTC

IRCTC Offers Durga Puja Special: পুজোর ছুটিতে বেড়াতে যেতে চান, এখনই টিকিট কাটুন, বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC | IRCTC Offers Durga Puja Special: দুর্গাপুজোয় বেড়াতে যাওয়ার টিকিট কেটে ফেলুন এখুনি বিশেষ অপার দিচ্ছে IRCTC

[ad_1]

Travel

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। এখনই ঘরে ঘরে প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে। পুজোর ছুটিতে যাঁরা বেড়াতে যান তারা তো ঠিক করে ফেলেছেন কোথায় বেড়ােত যাবেন। তাঁরা আর দেরি না করে এখনই ট্রেনের টিকিট কেটে ফেলুন।

দিঘা-পুরী থেকে দার্জিলিং, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড-কেরল যে যেখানেই যান দুর্গাপুজোর বেড়ানোর ডেস্টিনেশন হয়তো ঠিক করে ফেলেছেন অনেকেই। কেউ দল বেঁধে বেড়াতে যােবন, কেউ ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবার কেউ একাই ঘুরবেন পরিবারকে নিয়ে।

IRCTC Offers Durga Puja Special

Charkhole: এর সৌন্দর্যের কাছে ফেল করবে দার্জিলিং গ্যাংটক, সপ্তাহান্তে ছুটির সেরা ডেস্টিনেশনCharkhole: এর সৌন্দর্যের কাছে ফেল করবে দার্জিলিং গ্যাংটক, সপ্তাহান্তে ছুটির সেরা ডেস্টিনেশন

েয যেভাবেই যান না কেন বেড়ানোর পরিকল্পনা মোটামুটি সারা। তিন মাস আগে থেকেই সাধারণ দুর্গাপুজোয় বেড়াতে যাওয়ার ট্রেনের টিকিট বুকিং হয়ে যায়। কাজেই যাঁরা দুর্গাপুজোয় বেড়াতে যেতে চাইছেন এবং কোনও রকম ঝঞ্ঝাট ছাড়াই ট্রেনের বুকিং নিশ্চত করতে চাইছেন তাঁরা আর দেরি না করে টিকিট কেেট ফেলুন। কারণ এই সময় বিশেষ অফার দিচ্ছে আইআরসিটিসি।

দুর্গাপুজোর বেড়াতে যাওয়ার যাঁরা টিকিট কাটতে চাইছেন তাঁদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে আইআরসিটিসি। এবার থেকে রবিবারেও টিকিট কাটা যাবে। কারণ সাধারণ রবিবার প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বন্ধ থাকে। কিন্তু আগামী ২১ জুলাই পর্যন্ত এই সুযোগ দিচ্ছে আইআরসিটিসি।

IRCTC Offers Durga Puja Special

Travel: বর্ষায় মোহময়ী দক্ষিণ, হানিমুনের সেরা ঠিকানা হতেই পারে এই জায়গাTravel: বর্ষায় মোহময়ী দক্ষিণ, হানিমুনের সেরা ঠিকানা হতেই পারে এই জায়গা

২১ জুলাই থেকে এই সুবিধা দিলে আগামী রবিবার থেকেই এই সুবিধা পাওয়া যাবে। আগামী রবিবার অর্থাৎ ২৫ জুন থেকেই এই সুবিধা পাওয়া যাবে। ২১ জুলাই পর্যন্ত চারটি রবিবার হাতে পাচ্ছেন সকলে। কাজেই টিকিট কাটার জন্য ছুটি নিতে হবে না। যেকোনও রবিবার রেলস্টেশনে গিয়ে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

আবার মোবাইলে বা অ্যাপের মাধ্যমেও আইআরসিটিসির টিকিট বুক করা যাবে। ফোনে আইআরসিটিসির অ্যাপ ডাউনলোড করা থাকলে তাতে আগে অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে নিজের নামে লগ ইন করলেই IRCTC Rail Connect বলে একটা লেখা থাকে। তাতে Train অপসনে ক্লিক করে যেতে হবে Book Ticket – অপসনে। সেখানে গিয়ে ডেস্টিনেশন স্টেশন এবং ফ্রম স্টেশনে সার্চ দিলেই সেই রুটের সব ট্রেনের তালিকা দেখা যাবে। তাতে কতগুলি আসন ফাঁকা রয়েছে সেটাও দেখা যাবে। এমনকী কত টাকা ভাড়া পড়বে সেটাও দেখানো থাকে। তারপরে নিজেদেক তথ্য দিয়ে টিকিট কেটে নিন।

English summary

Durga Puja special offer for Durga Puja

Story first published: Thursday, June 22, 2023, 13:16 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here