Home লাইফস্টাইল Jobs Interview Tips: মন মতো চাকরি পেতে ইন্টারভিউ দিচ্ছেন, সাফল্য পেতে মেনে চলুন এগুলি | Jobs Interview Tips: যদি আপনি চাকরির ইন্টারভিউতে সফলতা পেতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি

Jobs Interview Tips: মন মতো চাকরি পেতে ইন্টারভিউ দিচ্ছেন, সাফল্য পেতে মেনে চলুন এগুলি | Jobs Interview Tips: যদি আপনি চাকরির ইন্টারভিউতে সফলতা পেতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি

Jobs Interview Tips: মন মতো চাকরি পেতে ইন্টারভিউ দিচ্ছেন, সাফল্য পেতে মেনে চলুন এগুলি | Jobs Interview Tips: যদি আপনি চাকরির ইন্টারভিউতে সফলতা পেতে চান তাহলে মেনে চলুন এই টিপসগুলি

[ad_1]

  • |
Google  Bengali News

পড়াশোনা শেষ করে বেশিরভাগ মানুষই কিন্তু চাকরির খোঁজ করেন। তাছাড়াও যারা চাকরি করছেন তারাও কিন্তু নতুন চাকরির খোঁজ করেন। তবে চাকরি পাওয়ার আগেই কিন্তু আপনাকে ইন্টারভিউ (Interview) টেবিলে ভালো পারফর্মেন্স দেখাতে হবে।

হয়তো যে চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেখানে ১০ টা সিট রয়েছে, দেখবেন সেখান অ্যাপ্লাই করেছেন ২ লক্ষ জন। সেখান থেকে নিজেকে চাকরির ইন্টারভিউতে পাশ করানো কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তবে এই ইন্টারভিউতে আপনি সকলের থেকে কীভাবে এগিয়ে থাকবেন, দেখুন এখান থেকে।

Jobs Interview

আগে নিজেকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করুন

চাকরির ইন্টারভিউয়ের জন্য সর্বপ্রথম নিজেকে সঠিকভাবে প্রস্তুত করা দরকার যাতে, আপনি বসের সামনে গিয়ে কখনোই ঘাবড়ে নানা যান সে দিকেও লক্ষ্য রাখতে হবে।

কেন সিভি ফেলবেন এই কোম্পানিতে

যে অফিসে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানকার সম্পর্কে আপনাকে সব জানতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। চাকরির ইন্টারভিউয়ের জন্য কেন আপনি এই কোম্পানিতে চাকরির জন্য আসছেন বা কেন আপনি চাকরির জন্য এই কোম্পানিতে সিভি ফেললেন। এই প্রশ্নের জন্য আগে থেকেই আপনাকে সঠিক উত্তর বেছে রাখতে হবে আপনাকে।

Jobs Interview

কোম্পানি সম্পর্কে জানুন

আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই সংস্থা সম্পর্কে আপনি ইন্টারনেট থেকে একটু পড়াশোনা করে নেবেন আগে থেকেই। এক কথায় সেই কোম্পানি নিয়ে গবেষণা করবেন। এখানে কি ধরনের কাজ করবেন, কোন ডিপার্টমেন্টে কাজ করলে আপনার সুবিধা হবে। যদি কোনও সংস্থা সম্পর্কে আপনি সেভাবে না জানেন তাহলে কিন্তু চাকরি ক্ষেত্রে অনেক বাধা আসতে পারে।

কতটা আগ্রহী আপনি কাজের জন্য

যখন আপনি ইন্টারভিউ দিতে বসবেন, তখন আপনাদের সেই কাজের জন্য আগ্রহ রয়েছে কিনা সেটা বোঝাবার চেষ্টা করবেন আপনার বসকে, ভবিষ্যতে আপনি যে সেই কোম্পানিতে থাকবেন সেটাও যেন তিনি বুঝতে পারেন। কাজের জন্য আপনি কতটা চিন্তাশীল এবং কতটা আগ্রহী সেটা বোঝাবার চেষ্টা করবেন। কোম্পানির জন্য আপনি সর্বদাই যে নিজেকে নিয়োজিত করবেন সেটি বোঝাবার চেষ্টা করবেন আপনার বিপরীতে থাকা বসকে।

Jobs Interview

আত্মবিশ্বাসী হন

আপনি আপনার বসকে বোঝানোর চেষ্টা করুন যে সংস্থার লাভের ক্ষেত্রে আপনি কতটা অবদান রাখতে পারবেন। আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করছেন সেটাতে আপনি কতটা অবগত, সেটা তাকে বুঝিয়ে বলুন। যে পদের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটাতে আপনি কতটা প্রস্তুত সেটা তাঁকে বোঝাবার চেষ্টা করুন। নিজের প্রতি আত্মবিশ্বাস আনুন এবং সবক্ষেত্রে পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করুন।

ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন

যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন তিনি আপনার সম্পর্কে ঠিক ততটুকু জানেন যতটুকু আপনি সিভিতে উল্লেখ করছেন। এর বেশি আপনি তাকে বোঝাবার চেষ্টা করুন আপনার কতটা গুণ রয়েছে বা আপনি কাজ সম্পর্কে কতটা বেশি ভালো বোঝেন। আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন।

পজেটিভ ভাবে কথা বলার চেষ্টা করুন

ইন্টারভিউ পাশ করার আরেকটি বড় দিক হল, আপনি কীভাবে বসছেন, কীভাবে কথা বলছেন, আপনি কী পোশাক পরে যাচ্ছেন, আপনার হাত-পা মুখ, চোখের নাড়াচড়া সবকিছুই কিন্তু আপনার ইন্টারভিউ এর একটা পার্ট। যদি আপনি ভয় পেয়ে থাকেন বা খুব উদ্বিগ্ন হয়ে থাকেন তা কিন্তু আপনার শরীরে ফুটে উঠবে , তাই পজেটিভ থাকার চেষ্টা করুন। কোনও কিছুতে ঘাবড়ে যাবেন না, পজেটিভ ভাবে কথা বলার চেষ্টা করুন।

English summary

Follow these tips if you want to success in job’s interview

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here