Home আপডেট Jyotipriya Mullick: আমি নির্দোষ, আদালতের পথে বললেন বালু, ED বলছে মন্ত্রীই মাস্টারমাইন্ড

Jyotipriya Mullick: আমি নির্দোষ, আদালতের পথে বললেন বালু, ED বলছে মন্ত্রীই মাস্টারমাইন্ড

Jyotipriya Mullick: আমি নির্দোষ, আদালতের পথে বললেন বালু, ED বলছে মন্ত্রীই মাস্টারমাইন্ড

[ad_1]

আশা করি আদালত আমাকে মুক্তি দেবে। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর ১০ দিন ইডি হেফাজতে থাকার পর আদালতে পেশের আগে এমনই প্রত্যয়ী শব্দ শোনা গেল রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গলায়। ইডি সূত্রে খবর, তাঁকে ফের হেফাজতে চাইবেন তদন্তকারীরা।

সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় জ্যোতিপ্রিয় বলেন, ‘এরা যা করেছে অন্যায় করেছে। আমি আদালতে যাচ্ছি। আশা করি আদালত আমাকে মুক্তি দেবে। আমি নির্দোষ’। এর পরই জ্যোতিপ্রিয়কে নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেয় ইডি আধিকারিকদের গাড়ি।

ওদিকে ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিতে উঠে আসা তথ্য পেশ করে জ্যোতিপ্রিয়কে ফের হেফাজতে চাইবেন তদন্তকারীরা। তাঁদের দাবি জ্যোতিপ্রিয়ই এই দুর্নীতির মাস্টারমাইন্ড। তিনিই পরিকল্পনা করে রেশনের খাদ্যশস্য খোলা বাজারে বিক্রি করেছেন।

গত ২ নভেম্বর ইডি হেফাজতে থাকাকালীন স্বাস্থ্য পরীক্ষা করাতে সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় জ্যোতিপ্রিয় দাবি করেন, আমি নির্দোষ। আমাকে বিজেপি চক্রান্ত করে ফাঁসিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। চার দিন পর আমি আদালতে সব প্রমাণ করে দেব।

এবার দেখার আদালতে পেশের সময় তিনি কী করে নির্দোষ প্রমাণ করেন এই আইনজীবী মন্ত্রী।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here