Home খেলাধুলো বাধনহীন উচ্ছ্বাসে ভেসে সাসপেন্ড রাবাদা

বাধনহীন উচ্ছ্বাসে ভেসে সাসপেন্ড রাবাদা

বাধনহীন উচ্ছ্বাসে ভেসে সাসপেন্ড রাবাদা

ক্রিকেটকে ‘ভদ্রলোকের খেলা’। মাঠে সংযত থাকার দায়বদ্ধতা রয়েছে ক্রিকেটারদের। সংযম ভঙ্গ করে বিপদ টের পেলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে উইকেট পাওয়ার পর আগ্রাসী উদযাপন করায় শাস্তি দেওয়া হল তাকে।

সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না রাবাডা। পোর্ট এলিজাবেথে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। চলমান তৃতীয় টেস্টের প্রথম দিনে জো রুটকে বোল্ড করার পর রাবাদা যেভাবে উদযাপন করেন, সেটা আইসিসি কোড অব কন্ডাক্ট অনুযায়ী ‘লেভেল ওয়ান’ পর্যায়ের অপরাধ। এজন্য রাবাদাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট।শেষ টেস্টে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হয়ে গেছেন রাবাদা। ২ বছরের মধ্যে পেসারের এটি চতুর্থ ডিমেরিট পয়েন্ট।ফলে নিয়ম অনুযায়ী পরের টেস্টে খেলতে পারবেন না তিনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অভিযোগ রাবাদা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।