Home আপডেট Malda: হেরো মৌসমকে প্রার্থী করা চলবে না, দাবি উঠল মালদা তৃণমূলের অন্দরে

Malda: হেরো মৌসমকে প্রার্থী করা চলবে না, দাবি উঠল মালদা তৃণমূলের অন্দরে

Malda: হেরো মৌসমকে প্রার্থী করা চলবে না, দাবি উঠল মালদা তৃণমূলের অন্দরে

[ad_1]

লোকসভা নির্বাচনে মৌসম বেনজির নুরকে প্রার্থী করা চলবে না। এই দাবি তুলে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করল মালদা জেলা তৃণমূলেরই একাংশ। তাদের দাবি, প্রার্থী করতে হবে রহিম বক্সিকে। দলেরই একাংশের এহেন পদক্ষেপে কোনও প্রতিক্রিয়া দেননি মালদার কোতয়ালির সদস্য মৌসম।

২০১৯ সালে লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন মৌসম বেনজির নুর। আদ্যন্ত কংগ্রেসি পরিবারের এই সদস্যের দলবদল মেনে নিতে পারেননি তৃণমূলেরই একাংশ। এর পর মৌসমকে মালদা উত্তর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের টিকিট দেয় তৃণমূল। কিন্তু বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে বিপুল ব্যবধানে হেরে যান তিনি। এতেই ঘটে ছন্দপতন। মান রক্ষা করতে এর পর মৌসমকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। অভিযোগ, তার পর থেকেই দলের সঙ্গে তাঁর যোগাযোগ কমতে থাকে।

দলীয় কর্মীদের অভিযোগ, তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না মৌসম। নিজের ব্যক্তিগত কাজেই ব্যস্ত থাকেন তিনি। দলীয় কর্মীরা দেখা করতে চাইলে সময় পান না। দলীয় সভা – সমাবেশেও তাঁকে দেখা যায় না। তাই মৌসমকে যাতে আর প্রার্থী না করা হয় সেজন্য গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তাঁরা।

এই নিয়ে মৌসমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সি বলেন, ‘আমরা দলের সৈনিক। দল যা নির্দেশ দেবে তাই মেনে চলব। কর্মীরা আমাকে এব্যাপারে কিছু জানাননি। তাঁরা কোনও অভিযোগ জানালে আমি তা সর্বোচ্চ নেতৃত্বকে জানাব। তবে লোকসভার প্রার্থী ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের সিদ্ধান্তই এব্যাপারে চূড়ান্ত।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here