Home আপডেট Mamata Banerjee: আজ থেকে সাতদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, জেনে নিন তাঁর বিস্তারিত কর্মসূচি

Mamata Banerjee: আজ থেকে সাতদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, জেনে নিন তাঁর বিস্তারিত কর্মসূচি

Mamata Banerjee: আজ থেকে সাতদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, জেনে নিন তাঁর বিস্তারিত কর্মসূচি

[ad_1]

আজ থেকে সাতদিনের উত্তরবঙ্গ সফরে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী দুপুরে বিশেষ বিমানে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরে ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও দেবেন তিনি। 

কার্শিয়াং

সূত্রের খবর, বাগডোগরা থেকে সড়ক পথে কার্সিয়াং যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার পর ৮ ডিসেম্বর সেখানে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ৯ ডিসেম্বর কার্সিয়াং থেকে আলিপুর দুয়ারের উদ্দেশে রওনা দেবে মুখ্যমন্ত্রী।

আলিপুরদুয়ার 

কার্শিয়াং থেকে সড়কপথে ফের বাগডোগরা ফিরবেন মমতা। বাগডোগরা থেকে বিশেষ বিমানে হাসিমারা এয়ারফোর্স স্টেশনের যাবেন। সেখান থেকে সড়কপথে আলিপুরদুয়ার পৌঁছবেন তিনি। পরের দিন অর্থাৎ ১০ ডিসেম্বর আলিপুরদুয়ার স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 

(পড়ুন। BGBS-এর পর বড় পদক্ষেপ, ব্যবসা সহজ করতে শিল্প নিগমগুলিকে বাড়তি ক্ষমতা রাজ্যের) 

জলপাইগুড়ি

১০ ডিসেম্বর আলিপুরদুয়ারে থেকে ১১ ডিসেম্বর তিনি জলপাইগুড়ি যাবেন। সেখানে বানারহাটে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে জমির পাট্টা বিলি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে সে রকমই খবর। এছাড়া বানারহাটে আরও একটি কর্মসূচি রয়েছে তাঁর। সেখানে তিনি জমির পাট্টা বিলি করবেন।

(পড়ুন। বাড়ছে মাদক পাচার, রুখতে বিশেষ বাহিনী গড়বে রাজ্য পুলিশ, নবান্নে গেল প্রস্তাব) 

শিলিগুড়ি

বানারহাটের অনুষ্ঠান শেষ করে ওইদিনই মুখ্যমন্ত্রী শিলিগুড়ি যাবে। ১২ ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওই দিনই তার কলকাতা ফেরার কথা রয়েছে।

লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী সাত দিনের এই উত্তরবঙ্গে সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুধু প্রশাসনিক ভাবে নয় রাজনৈতিক ভাবেও। এবার তিনি শুধু সমতল নয় একই সঙ্গে পাহাড়েও যাচ্ছেন। পাট্টা বিলির পাশাপাশি উত্তরবঙ্গের জন্য নানা প্রকল্পের কথাও ঘোষণা করতে পারেন তিনি। কালিম্পং-এর বন্যা বিধ্বস্ত এলাকার জন্যও  নতুন কোনও প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা। এছাড়া চা শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প কথা ঘোষণা করতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here