Home আপডেট মিমি চক্রবর্তীর বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে।

মিমি চক্রবর্তীর বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে।

মিমি চক্রবর্তীর বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে।

বিজ্ঞাপনের দৌলতে বড়সড় বিতর্কে তৃণমূল সাংসদ। একটি বেসরকারি সংস্থার বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য নিজের ‘জনপ্রতিনিধি’ পরিচয় ব্যবহার করলেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারা সংসদে যাচ্ছেন! বিস্মিত প্রশ্ন কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবীর। মিমি যা করেছেন, তা সাংসদ পদ খারিজ হওয়ার জন্য যথেষ্ট— বলছেন রাজনৈতিক শিবিরের অনেকেই। আর মিমি বলছেন, তিনি নিয়ম জানতেন না।

যে ব্র্যান্ডের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেই ব্র্যান্ডের নারকেল তেলের বিজ্ঞাপন মিমি চক্রবর্তী অনেক দিন ধরেই করেন। অভিনেত্রী তথা সেলিব্রিটি হিসেবেই ওই ব্র্যান্ডের হয়ে প্রচার করতেন তিনি। কিন্তু ওই সংস্থা অতি সম্প্রতি যে নতুন বিজ্ঞাপন বাজারে এনেছে, তাতে মিমি চক্রবর্তী নিজের ‘জনপ্রতিনিধি’ পরিচয় তুলে ধরেছেন।

নতুন বিজ্ঞাপনটিতে মিমি ছাড়াও রয়েছেন বিদ্যা বালন। কী দেখা গিয়েছে সেখানে? দেখা গিয়েছে, একটি আয়নার সামনে বসে চুল বাঁধছেন মিমি। পিছন থেকে হেঁটে আসছেন বিদ্যা। মিমিকে তিনি প্রশ্ন করছেন, ”এখনও চুল নিয়ে পড়ে?” জবাবে মিমি বলছেন, ”আমি এখন জনপ্রতিনিধি। তাই তার যোগ্য হেয়ারস্টাইল।”

https://youtu.be/JV6_DwH16Og