Home আপডেট Murshidabad teacher appointment scam: মুর্শিদাবাদের স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম, SSC-র কাছে রিপোর্ট চাইল CID

Murshidabad teacher appointment scam: মুর্শিদাবাদের স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম, SSC-র কাছে রিপোর্ট চাইল CID

Murshidabad teacher appointment scam: মুর্শিদাবাদের স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম, SSC-র কাছে রিপোর্ট চাইল CID

শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে একটি হাইস্কুলে। ওই স্কুলের শিক্ষক পদে কর্মরত অনিমেষ তিওয়ারির নিয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। তদন্তে নেমে এবার স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে রিপোর্ট চাইলেন গোয়েন্দারা। অনিমেষের নিয়োগ সংক্রান্ত তথ্য স্কুল সার্ভিস কমিশনের কাছে চেয়ে পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই সিআইডির গোয়েন্দারা ওই স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ তিওয়ারির বাবা অসিত তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করেছেন। জানা গিয়েছে, গোয়েন্দারা স্কুলের অন্যান্য শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করবেন। পাশাপাশি তাদের বয়ানও রেকর্ড করা হবে। এছাড়াও, মুর্শিদাবাদের বহরমপুরের প্রাক্তন ও বর্তমান স্কুল পরিদর্শক, স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যান এবং জেলা শিক্ষা দফতরের একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

উল্লেখ্য, সোমা রায় নামে এক চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, মুর্শিদাবাদের বেলডাঙার একটি স্কুলের ভূগোলের শিক্ষক অরিন্দম মাইতির নিয়োগের মেমো নম্বর জাল করে চাকরি পেয়েছিলেন অনিমেষ তিওয়ারি। সেই মামলায় প্রথমে অনিমেষের বেতন বন্ধ করেন কলকাতায় হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং পরে ঘটনার তদন্তের দায়িত্ব দেন রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডিকে। অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক অনিমেষ তিওয়ারি এবং তাঁর বাবা তথা প্রধান শিক্ষক অসিত তিওয়ারির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক অমরকুমার শীল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here