Home আপডেট Nadia: মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়ে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কন্সটেবলের

Nadia: মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়ে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কন্সটেবলের

Nadia: মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়ে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কন্সটেবলের

[ad_1]

পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল পুলিশ কন্সটেবলের। মঙ্গলবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে। নিহত পুুলিশ কন্সটেবলের নাম সেলিম রেজ্জা। ঘটনার পর টায়ার জ্বালিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পরিজনরা।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত সেলিম রেজ্জা পুরুল্যা জেলায় কর্মরত। ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। মঙ্গলবার রাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন দেবগ্রাম বাজারে। কালীগঞ্জ – দেবগ্রাম রাজ্য সড়ক পার করার সময় একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়েন সেলিম। ব্যাপক রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর দেহ উদ্ধার করতে আসে পুলিশ। পুলিশ আধিকারিকরা পরিবারের লোকেদের বুঝিয়ে অবরোধ তোলেন।

পুলিশের গাড়িতে দুর্ঘটনা রাজ্যে নতুন নয়। অভিযোগ, গাড়ি চালানোর সময় আইনরক্ষকরা নিজেরাই বহু ক্ষেত্রে আইন মানেন না। মানেন না সিগনাল। অনেক সময় মাত্রাছাড়া গতিতে ছুটতে দেখা যায় পুলিশের গাড়িতে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here