Home ঘুরে আসি New Town Sonajhuri Hat: মিনি সোনাঝুরি হাট, সপ্তাহান্তের ছুটি কাটানোর নতুন ঠিকানা | New Town Sonajhuri Hat: সপ্তাহান্তের ছুটি কাটানোর নতুন ঠিকানা কলকাতার মিনি সোনাঝুরি হাট

New Town Sonajhuri Hat: মিনি সোনাঝুরি হাট, সপ্তাহান্তের ছুটি কাটানোর নতুন ঠিকানা | New Town Sonajhuri Hat: সপ্তাহান্তের ছুটি কাটানোর নতুন ঠিকানা কলকাতার মিনি সোনাঝুরি হাট

New Town Sonajhuri Hat: মিনি সোনাঝুরি হাট, সপ্তাহান্তের ছুটি কাটানোর নতুন ঠিকানা | New Town Sonajhuri Hat: সপ্তাহান্তের ছুটি কাটানোর নতুন ঠিকানা কলকাতার মিনি সোনাঝুরি হাট

[ad_1]

Travel

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News

হঠাৎ হঠাৎ বৃষ্টিতে ভিজে গিয়ে বিরক্তি। তার উপরে প্যাচপ্যাচে গরম। সপ্তাহান্তের ছুটিতে বাড়ি থেকে বেরোতেই তাই বিরক্তি।

কিন্তু ঘরের কাছেই যদি থাকে মনোরম অফবিট জায়গা। তাও আবার লালমাটি শান্তিনিকেতনের গন্ধ মাখা। চলে আসুন শহরের এই মিনি সোনাঝুরি হাটে।

mini Sonajhuri Haat

ছবি সৌ:ফেসবুক

Pregnancy Tourism: অদ্ভুত কাণ্ড! এখানে এলেই সন্তানসম্ভবা হয়ে যান তরুণীরা, ভিড় করছেন বিদেশিনীরাPregnancy Tourism: অদ্ভুত কাণ্ড! এখানে এলেই সন্তানসম্ভবা হয়ে যান তরুণীরা, ভিড় করছেন বিদেশিনীরা

সপ্তাহান্তের ছুটিতে কোথায়
একে জুলাই মাস। তার উপরে আবার সামনেই পঞ্চায়েত নির্বাচন। অশান্তির ভয়ে গ্রামে গঞ্জে কোনও ফার্ম হাউসে যাওয়ার সাহস দেখাচ্ছেন না কেউ। কলকাতা শহরেই এদিক-সেদিক করে কাটছে সপ্তাহের ছুটিগুলি। রেস্তরাঁয় একটু খাওয়া দাওয়া অথবা স্ট্রিট ফুড। এর বাইরে কোথাও যাওয়ার তেমন ইচ্ছে করছে। শপিং মল ঘুরে ঘুরেও ক্লান্ত। সপ্তাহান্তের ছুটি তাই একেবারেই বোরিং হয়ে দাঁড়িয়েছে।

মিনি সোনাঝুরি হাট
সপ্তাহান্তের ছুটি একঘেয়েমি কাটাতে শহরে হাজির মিনি সোনাঝুরি হাট। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ক্ষুদ্রতম সংস্করণ। বসছে শহরের সবথেকে হ্যাপেনিং হাইটেক এলাকা নিউটাউনে। অফিস পাড়া, হাইটেক সিটি বলতে এখন নিউটাউনকে বোঝেন শহরবাসী। ডালহৌসি এই বাজারে অফিস পাডার জৌলুস হারিয়েছে। শহরের এই মোস্ট হ্যাপেনিং প্লেসেই বসছে মিনি সোনাঝুরি হাট।

mini Sonajhuri Haat

ছবি সৌ:ফেসবুক

Durga Puja Tour: পুজোর বেড়ানোর প্ল্যানিং করছেন? অপেক্ষা করছে সুন্দরী লুংসেলDurga Puja Tour: পুজোর বেড়ানোর প্ল্যানিং করছেন? অপেক্ষা করছে সুন্দরী লুংসেল

কবে কবে বসে হাট
শান্তিনিকেতনে সাধারণ এখন প্রতিদিনই সোনাঝুরি হাট বসে। আগে কেবল শনিবার বসত। নিউটাউনের অ্যাক্সিস মলের সামনে মিনি সোনাঝুরি হাট বসছে শুক্রবার থেকে। সপ্তাহে তিনদিন। শুক্র, শনি এবং রবি। একেবারে উইকেন্ড জমজমাট বললে ভুল হবে না। অ্যাক্সিস মলের ফ্লাইওভারের নীচের রংবেরঙের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এমনিতেই সেটা এখন সেলফি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তার উপরে মিনি সোনাঝুরি হাট আরও জমিয়ে দিয়েছে আসর।

কী কী রয়েছে
এই মিনি সোনাঝুরি হাট আসলে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ক্ষুদ্রতম সংস্করণ। এখানে হাতের কাজের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। কাঠের চেয়ার-টেবিল থেকে শুরু করে, কাঁথাস্টিচের শাড়ি, কুর্তি, শার্ট, পাঞ্জাবি। কি নেই। সেখানে বসেই টিশার্টে ফেব্রিক করে দিচ্ছেন শিল্পীরা। একেবারে সোনাঝুরি হাট চোখের সামনে ভেসে উঠবে এখানে এলে। এর সঙ্গে রয়েছে খাবার আয়োজন। ফুডস্টল তার সঙ্গে মিউজিক। রাস্তার উপরেই স্টেজ করে দেওয়া হয়েছে। সেখানে পারফর্ম করে যাচ্ছে বিভিন্ন ব্যান্ড।

Travel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকেTravel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে

English summary

Sonajhuri Hat in New Town is offbeat weekend tourist spot near Kolkata

Story first published: Thursday, July 6, 2023, 0:10 [IST]

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here