Home আপডেট পশ্চিম আফ্রিকার বুরকিনায় জঙ্গি আক্রমণে ৩৫ জন নাগরিক সহ ৮০ জন জেহাদীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার বুরকিনায় জঙ্গি আক্রমণে ৩৫ জন নাগরিক সহ ৮০ জন জেহাদীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার বুরকিনায় জঙ্গি  আক্রমণে ৩৫ জন নাগরিক সহ ৮০ জন জেহাদীর মৃত্যু

বড়দিনে জেহাদী আক্রমণে পশ্চিম আফ্রিকার অন্তর্গত বুরকিনা ফ্যাসোয় মারা গেলেন ৩৫জন নাগরিক, যার মধ্যে অধিকাংশই মহিলা। সেনার সাথে সংঘাতে ৮০জন জেহাদীও মারা গেছে বলে জানান পশ্চিম আফ্রিকার রাষ্ট্রপতি রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে।

সেনার বিবৃতিতে জানা গিয়েছে, শহরের সাহেল অঞ্চলের অরবিন্দা প্রদেশে দীর্ঘ ৭ঘন্টা ধরে চলা এই হিংসাত্মক জঙ্গি আক্রমণে মারা গেছেন ৭ জন সেনাকর্মী। পাশাপাশি রাষ্ট্রপতি অপর এক বিবৃতিতে জানিয়েছেন, “আমাদের সেনার দক্ষতা ও কৌশলের কারণেই ৮০ জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে।”

এই অঞ্চলে এরকম হিংসার ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। যদিও এই ঘটনায় মৃতদের তালিকায় মহিলাদের আধিক্যের কারণ এখনও অজানা। বুরকিনা ফ্যাসোতে বিভিন্ন ইসলামিক জঙ্গি সংগঠন সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়, যদিও নাগরিকের মৃত্যুর সংখ্যা বেশি হলে কেউই হামলার দায় নিতে চায় না।

বহু বছর ধরে ইসলামিক মৌলবাদীদের কার্যকলাপ মালি ও বুরকিনা ফ্যাসোর সীমান্তবর্তী এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি করলেও তা ধাক্কা খায় ২০১৩-এ ফরাসি সেনার এক আকস্মিক অভিযানের জন্যে। কিন্তু সন্ত্রাসবাদীরা ফের মাথা তোলে ২০১৬ এবং ২০১৭-এ ঔয়াগারৌগৌর রাজধানীতে লাগাতার নাশকতার মাধ্যমে। সন্দেহ করা হচ্ছে, গত মাসে বুরকিনা ফ্যাসোর পূর্বে কানাডার খননকার্যের সঙ্গে যুক্ত সংস্থা সেমাফোর কনভয়ে হামলার ঘটনায় এই জেহাদীরাই জড়িত। ওই ঘটনায় ৩৭জন মারা যান বলেও জানা যায়।