Home আপডেট প্রথম করোনা ভ্যাক্সিন আনার দাবি রাশিয়ার

প্রথম করোনা ভ্যাক্সিন আনার দাবি রাশিয়ার

প্রথম করোনা ভ্যাক্সিন আনার দাবি রাশিয়ার

গতকাল সারা বিশ্বকে চমকে দিয়ে প্রথম করোনা ভ্যাক্সিন আনার দাবি করেছে রাশিয়া। যার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল হবে ভারত সহ পাঁচটি দেশে।তবে করোনা ভ্যাক্সিন তৈরির কাজে ব্যাস্ত আছে ভারতের একাধিক সংস্থা। সর্বোচ্চ মানের করোনা টিকা তৈরি করতে বদ্ধপরিকর দেশীয় সংস্থা ভারত বায়োটেক , এমনটাই বললেন ভারত বায়োটেকর চেয়ারম্যান।
তিনি সাফ জানালেন , আমাদের উপর এই ভ্যাকসিন দ্রুত তৈরি করার জন্য বড়সড় চাপ আসছে। কিন্তু আমাদের কাছে সুরক্ষা আর প্রতিষেধকের মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল ভ্যাকসিন দিয়ে আরও মানুষের প্রাণ কেড়ে নিতে চাই না।” প্রসঙ্গত উল্লেখ্য সারা দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লক্ষ।