Home বিনোদন প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতের ব্যক্তিত্ব পন্ডিত যশরাজ

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতের ব্যক্তিত্ব পন্ডিত যশরাজ

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতের ব্যক্তিত্ব পন্ডিত যশরাজ

জীবনাবসান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তাবড় ব্যক্তিত্ব পণ্ডিত যশরাজের। পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত ৯০ বছর বয়সী ভারতের এই শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ নিউ জার্সিতে প্রয়াত হন বলে খবর। পণ্ডিত যশরাজের প্রয়াণের খবর পেতেই শোকপ্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, পণ্ডিত যশরাজের প্রয়াণের খবর জানিয়েছেন তাঁর কন্যা দুর্গা যশরাজ। প্রসঙ্গত, দুর্গা যশরাজও একজন নামী শিল্পী। এদিকে, এবছরের জানুয়ারি মাসেই পণ্ডিত যশরাজ ৯০ বছর পূর্ণ করেন। তারপর কয়েক মাস কাটতে না কাটতেই তাঁর জীবনাবসান হল। উল্লেখ্য ২০২০ সালে একের পর এক নক্ষত্রপতন হচ্ছে ভারতের বুকে । বহু নামী ব্যক্তিত্বকে এবছর হারিয়েছে ১৩০ কোটির দেশ।

১৯৩০ সালের জানুয়ারি মাসে হরিয়ানার হিসারে জন্মগ্রহণ করেন যশরাজ। মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবার। খুব স্বাভাবিকভাবেই শাস্ত্রীয় সংগীতের প্রতি ভালোবাসা জন্মায় ছোটবেলা থেকেই। বাবা পণ্ডিত মতিরামের কাছেই প্রথম শাস্ত্রীয় সংগীতের তালিম নেন যশরাজ। কিন্তু সেই তালিম পূর্ণ হওয়ার আগেই মাত্র চার বছর বয়সে বাবাকে হারান যশরাজ। তাঁর বড় দাদা, পণ্ডিত প্রতাপ নারায়ণও শাস্ত্রীয় সংগীতের একজন মহান শিল্পী ছিলেন, যাঁর দুই ছেলে যতীন-ললিত পরবর্তীকালে সঙ্গীত পরিচালক হিসেবে বলিউডে প্রভূত খ্যাতি অর্জন করেন।

ছোটবেলার অনেকটা সময় হায়দরাবাদে কাটালেও পরবর্তীতে গুজরাতের সানন্দে যাতায়াত করতেন মেওয়াতি ঘরানার সংগীতের তালিম নেওয়ার জন্য। মহারাজ জয়বন্ত সিং বাঘেলার জন্যও একাধিকবার সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। ১৯৪৬ সালে কলকাতায় চলে আসেন পণ্ডিত যশরাজ। রেডিওতে শাস্ত্রীয় সংগীত গাওয়ার তালিম দিতেন তিনি। দীর্ঘ কয়েক দশক ধরে শাস্ত্রীয় সংগীতে তাঁর যা অবদান, তা সত্যই অনস্বীকার্য।

গত বছর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পণ্ডিত যশরাজের নামে একটি ছোট গ্রহের নামকরণ করে। ভারতীয় সংগীতের প্রথম শিল্পী হিসেবে এই দুর্লভ সম্মান পান পণ্ডিত যশরাজ। ৯০ বছরের এই ক্ল্যাসিক্যাল গায়কের নামে গ্রহটির নাম দেওয়া হয় ‘পণ্ডিত যশরাজ (৩০০১২৮)’। এই ছোট গ্রহটিকে ২০০৬-এর ১১ নভেম্বর খুঁজে পাওয়া যায়। মঙ্গল এবং বৃহস্পতির মাঝে একটি গ্রহাণুপুঞ্জে একটি ছোট গ্রহটির অবস্থান। এর আগে তাঁর নামে একখণ্ড চাঁদের নাম রাখা হয়েছিল।

সম্প্রতি অ্যামাজন প্রাইমের ‘বন্দিশ ব্যান্ডিটস’ নামে মিউজিকাল ড্রামার ভূয়সী প্রশংসা করেন তিনি। অক্ষত পারেখের পোস্ট করা একটি ভিডিয়োতে পণ্ডিত যশরাজ তাঁর ‘বন্দিশ ব্যান্ডিটস’-এর জন্যে শুভেচ্ছা জানান।