Home ব্লগবাজি সম্পর্ক ~ শৈলেন রায়

সম্পর্ক ~ শৈলেন রায়

0
সম্পর্ক   ~    শৈলেন রায়
সম্পর্ক

শৈলেন রায়

অপরিচিতির অন্ধকারে ঢাকা
জনতার এই জঙ্গল ভাল্লাগেনা আর।
শালবন ,বাঁশবন, বালিয়ারি অথবা পাহাড়
অদৃষ্টের হাত ধরে সভ্যতার বুকের উপর দিয়ে
পায়ে পায়ে এগিয়ে যাবো।
হয়তো বা পৌঁছে যাবো সীমানা-ওপারে
যেখানে উদোম গায়ে কাকের মত নির্লিপ্ত চোখে
রৌদ্রস্নানে মগ্ন হয়ে আছ।
পানপাত্র পূর্ণ করে অপেক্ষা করছ - মাহেন্দ্রক্ষণের।
আপন জনের আঙ্গুলে ধরা কাঁচি,
ফেলে আসা খুঁটিনাটি সমস্ত সম্পর্ক
কুচিকুচি করবে,না কি ঢাকবে চাদরে!
অপরিচিত বোবা চোখে দেখবো তাকিয়ে
যতক্ষন ঘুমিয়ে না পড়ি।
সময়টা বড্ড খারাপ,মুশাফিরি সব চাল
থমকে দাঁড়িয়ে থাকে,আসে না জোয়ার।
দু-পাড়ের বালুচরে মরুভুমি স্মৃতি
বেদুঈনী মন নোঙ্গর তুলে হালটা ধরতে চায়।
এই সন্ধিক্ষণে হয়তো বা হবে দেখা পরমের সাথে
ঠকে শেখা বাস্তবতা!
ফেরিওয়ালার হাঁক বহুতলার সুড়ঙ্গ পথে
ধাক্কা খেতে খেতে এগিয়ে চলেছে।
তখন বসে ক্লান্ত রাধা যমুনার ঘাটে
প্রতিধ্বনি নীল জলে,ঢেউয়ের মাথায়।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here