Home বিনোদন সুপারস্টার রজনীকান্ত বেয়ার গ্রিলস-এর সঙ্গে অ্যাডভেঞ্চার চলাকালীন আহত

সুপারস্টার রজনীকান্ত বেয়ার গ্রিলস-এর সঙ্গে অ্যাডভেঞ্চার চলাকালীন আহত

সুপারস্টার রজনীকান্ত বেয়ার গ্রিলস-এর সঙ্গে অ্যাডভেঞ্চার চলাকালীন আহত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এ বার বেয়ার গ্রিলস-এর সঙ্গে অ্যাডভেঞ্চারে যোগ দিচ্ছেন তামিল সুপারস্টার রজনীকান্ত৷ Man Vs Wild-এর স্পেশাল এপিসোডে কঠিন পরিবেশে কী ভাবে সার্ভাভাইভ করতে হয়, রজনীকান্তকে শেখাবেন বেয়ার৷ এর আগে ২০১৯ সালে মোদিকে নিয়ে জিম করবেট ন্যাশনাল পার্কে সার্ভাইভ করা শিখিয়েছেন বেয়ার৷

সূত্রের খবর, শুটিং চলাকালীন আহত হলেন অভিনেতা রজনীকান্ত। মঙ্গলবার কর্নাটকের বান্দিপুর জাতীয় উদ্যানে এই অনুষ্ঠানের এক বিশেষ পর্বের শুটিংয়ের সময় গোড়ালিতে ও কাঁধে সামান্য আঘাত পেয়েছেন। এর আগে গত বছর এই অনুষ্ঠানের একটি পর্বতে বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। রজনীকান্ত দ্বিতীয় ভারতীয় ব্যক্তিত্ব যাকে এই অনুষ্ঠানে দেখা যাবে।কর্ণাটকের বন্দিপুর জঙ্গল পড়ে কর্ণাটক থেকে তামিলনাড়ু যাওয়ার পথে। ১৯৭৪ সালে প্রোজেক্ট টাইগার-এর অধীনে বাঘ সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয় এই জাতীয় উদ্যান। বিস্তীর্ণ এই জাতীয় উদ্যানে বাঘ থেকে হাতি বিভিন্ন ধরনের জন্তুর বসবাস। আর সেই জায়গাতেই ২৭ জানুয়ারি থেকে এই শ্যুটিং এর জন্য বন্দিপুর ফরেস্ট বুক করা হয়। ডিসকভারি চ্যানেলের এই বিখ্যাত অনুষ্ঠানের শ্যুটিং এ বিয়ার গ্রিলসের সঙ্গে ছিলেন দক্ষিণের তারকা থালাইভা রজনীকান্ত।এদিকে গতকাল শুটিংয়ের সময় চোট পাওয়ায় বিশেষ সেই পর্বের শুটিং শেষ হয়েছে কি না জানা যায়নি। এদিকে থালাইভার চোটের খবরে উদ্বিগ্ন হয়েছে তাঁর দর্শক ও ভক্তকূল। তবে সূত্রের খবর, চোট সামান্য। এখন সুস্থ রয়েছেন রজনীকান্ত।শুধু রজনীকান্ত নন। এরপর এই জঙ্গলে শ্যুটিংয়ে থাকতে চলেছেন বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমারও। জানা গিয়েছে, কেরলের দিকে সুলতান বাথেরিতে অক্ষয়ের সঙ্গে শ্যুটিংয়ে থাকবেন বিয়ার গ্রিলস। তবে এই অনুষ্ঠান কবে সম্প্রচারিত হবে, তা ওখনও জানা যায়নি।”