Home আপডেট Suvendu Adhikari: রাষ্ট্রপতির পর অখিলের কুকথার শিকার রাজ্যপাল, মন্ত্রিত্ব থেকে সরান,দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: রাষ্ট্রপতির পর অখিলের কুকথার শিকার রাজ্যপাল, মন্ত্রিত্ব থেকে সরান,দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: রাষ্ট্রপতির পর অখিলের কুকথার শিকার রাজ্যপাল, মন্ত্রিত্ব থেকে সরান,দাবি শুভেন্দুর

[ad_1]

রাজ্যপালকে কুরুচিকর ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ তুলে তাঁর কাছেই রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে বরখাস্ত করার আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সোশ্যাল সাইটে সেই চিঠি প্রকাশ করেছেন শুভেন্দুবাবু। সঙ্গে প্রকাশ করেছেন অখিল গিরির সেই বিতর্কিত ভাষণ।

শুভেন্দুবাবু দাবি করেছেন গত ৪ নভেম্বর কাঁথিতে এক জনসভায় অখিলবাবু বলেন, ‘এত হম্বিতম্বি কীসের? আমরা পারি না না কি? কলার ধরে ১০ মিনিটে তোমাকে জেলে ঢুকিয়ে দিতে পারি আমরা আমাদের কাছে যে কাগজ আছে। নবান্নতে যা কাগজ আছে। আমরা দেখছি’।

এর পর সরাসরি রাজ্যপালের নাম করে শুভেন্দুবাবুকে বলতে শোনা যায়, ‘সিভি আনন্দ বোসের ব্যাপারটা আমরা জানি না না কি? কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গেছো আমরা জানি না না কি? হোয়াটসঅ্যাপে কী আছে তোমার? তুমি কেন মুখ্যমন্ত্রীকে ডেকেছো ১০ তারিখে আমরা জানি না? তোমার তদন্ত আমরা ধরব। ছাড় পাবে না আমাদের কাছে। আমাদেরও IB আছে। আমাদেরও ফাইল রেডি’।

রাজ্যপালকে চিঠিতে শুভেন্দুবাবু লিখেছেন, আপনার আধস্তন অখিল গিরি এর আগে রাজ্যপতির নামে কুকথা বলে গোটা দেশের ধিক্কারের মুখে পড়েছিলেন। তবে তার পরেও তিনি সংশোধিত হননি। এবার তিনি আপনাকে আক্রমণ করে বলেছেন, আপনার হোয়াটসঅ্যাপে রহস্যজনক কিছু রয়েছে। সেজন্য আপনি জনৈক পুজো উদ্যোক্তার দুর্গা পুজো প্যান্ডালে গিয়েছিলেন। এমনকী সেজন্যই ১০০ দিনের কাজ নিয়ে আলোচনা করতে ১০ নভেম্বর মুখ্যমন্ত্রীকে তলব করেছেন আপনি।

এর পরই শুভেন্দুবাবু লেখেন, ‘এবার আপনার রাজ্য সরকারকে ওই মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে সুপারিশ করা উচিত। রাষ্ট্রপতি ও রাজ্যপালকে আক্রামণ করেন এমন কারও মন্ত্রীর পদে থাকার অধিকার নেই। তাঁকে ওই পদ থেকে অপসারণ করা উচিত।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here