Home আপডেট TMC: অখিল গিরির উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ রণজিৎ মণ্ডল

TMC: অখিল গিরির উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ রণজিৎ মণ্ডল

TMC: অখিল গিরির উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ রণজিৎ মণ্ডল

ফের তৃণমূলে ফিরলেন খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল। শুক্রবার কাঁথি পুরসভার ১৭ নম্বর ওর্য়াডে অবস্থিত তৃণমূল কার্যালয়ে কারামন্ত্রী অখিল গিরির উপস্থিতিতে তিনি নতুন করে দলের কাজ শুরু করার কথা জানান। এই যোগদানের পর কারামন্ত্রী বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘরের ছেলে ঘরে ফিরল। রণজিৎ খুব ভালো সংগঠক। এবার থেকে তাঁকে সংক্রিয় ভূমিকায় দেখা যাবে। ‘

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে রণজিৎ মণ্ডল গিরি পরিবারের বিরোধী এবং শুভেন্দু ঘনিষ্ট বলেই পরিচিত। ২০২১ সালে দল পরিবর্তনের হাওয়া শুভেন্দু আধিকারী যখন বিজেপি যোগ দেন, সেই সময় খবর ছড়িয়ে পড়ে রণজিৎ যোগ দিতে পারেন পদ্ম শিবিরে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তিনি নন্দীগ্রামের সভায় বিজেপিতে যোগদানের জন্য উপস্থিত হলেও দলের কর্মী বিক্ষোভে যোগ দিতে পারেননি। তার পর থেকে তাঁকে পদ্মশিবিরে কখনও সক্রিয় ভাবে দেখা যায়নি। অধিকারী পরিবারের ঘনিষ্ট হওয়ার কারণে তৃণমূল তাঁকে টিকিটও দেয়নি সেবার।

২০২১ সালে খেজুরি তূণমূলের ফল উল্লেখযোগ্য ভাবে খারাপ হয়। তার পর থেকে শাসক মরিয়া চেষ্টা করছিল ওই এলাকায় সাংগঠনিক শক্তি ফিরে পাওয়ার। দক্ষ সংগঠক হিসাবে পরিচিত রণজিৎ কে শাসকদলও চাইছিল, দলে ফিরেে আবার সক্রিয় হয়ে কাজ শুরু করুক। ইতিমধ্যে পূর্ব মেদিনীরের দায়িত্ব পান কুণাল ঘোষ। গত ১৫ জানুয়ারি দুপুরে তাঁর উপস্থিতিতে কাঁথিতে বৈঠকে বসেন রণজিৎ মণ্ডল ও সুপ্রকাশ গিরি। সেখানে রণজিৎকে খেজুরিতে সক্রিয় হওয়ার কথা বলা হয়। পরে সুপ্রকাশ গিরি জানান, রণজিৎবাবু দলের হয়ে কাজ করতে চান। তার ঠিক দু’সপ্তাহ পর দলে ফের যোগ দিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here