Home ঘুরে আসি Travel: দিঘা-পুরী নয় মিনি গোয়া, শহরের কাছে সেই পরিচ্ছন্ন সৈকতে বেড়িয়ে আসুন কয়েকদিন | Travel: শহরের কাছেই রয়েছে মিনি গোয়া সপ্তাহান্তের ছুটিতে বেড়ানোর সেরা জায়গা

Travel: দিঘা-পুরী নয় মিনি গোয়া, শহরের কাছে সেই পরিচ্ছন্ন সৈকতে বেড়িয়ে আসুন কয়েকদিন | Travel: শহরের কাছেই রয়েছে মিনি গোয়া সপ্তাহান্তের ছুটিতে বেড়ানোর সেরা জায়গা

Travel: দিঘা-পুরী নয় মিনি গোয়া, শহরের কাছে সেই পরিচ্ছন্ন সৈকতে বেড়িয়ে আসুন কয়েকদিন | Travel: শহরের কাছেই রয়েছে মিনি গোয়া সপ্তাহান্তের ছুটিতে বেড়ানোর সেরা জায়গা

[ad_1]

পুরী

পুরী

বাঙালির সবচেয়ে পছন্দের বেড়ানোর জায়গা পুরী। শীত-গ্রীষ্ম-বর্ষা বারোমাসই এখানে বেড়াতে আসেন সকলে। সেকারণে পুরীর সৈকত সবসময় থাকে জনবহুল। এই সপ্তাহেই অনেকে হয়তো পুরী গিয়েছেন বেড়াতে। উল্টো রথ দেখে ইদের ছুিট কাটিয়ে একেবারে শুক্র বার ছুটি নিয়ে পর পর পাঁচদিন ছুটি। অনেকেই এখন পুরীতে রয়েছে। বা পুরীতে যাওয়ার পরিকল্পনা করছেন। এখন তো আবার বন্দে ভারত এক্সপ্রেস হয়ে গিয়েছে। সাত ঘণ্টার মধ্যে পুরী পৌঁছে যাওয়া যাচ্ছে।

গোল্ডেন বিচ

গোল্ডেন বিচ

পুরীর সৈকত মানেই ভিড় বেশে। সারাদিন অসংখ্য মানুষ ভিড় করেন পুরীর সৈকতে। তার উপরে আবার বাজারও রয়েছে। কিন্তু একটু পরিচ্ছন্ন সৈকতে যদি পুরীতে সময় কাটাতে চাল তাহলে চলে আসুন গোল্টেন বিচ বা সৈকতে। পুরীর কাছেই রয়েছে সেই জায়গা। ওডিশা সরকার আলাদা করে সেই সৈকতটির রক্ষণােবক্ষণ করছে। ইতিমধ্যে পরিচ্ছন্নতার জন্য এই সৈকতটি বিশেষ পুরস্কারও পেয়েছে।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

পুরীর স্বর্গদ্বার থেকেই টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই গোল্ডেন বিচে। যেখানকার সমুদ্র সৈকত একেবারে পরিচ্ছন্ন। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে। এখানে প্রবেশ মূল্য রয়েছে। ২০ টাকা জন প্রতি টিকিট লাগে। যদি স্নান করতে চান সমুদ্রে তাহলে ৫০ টাকা দিতে হবে চেঞ্জিং রুমের জন্য। আর চেয়ার-ছাতা করে বসার জায়গা রয়েছে। সেখানে ঘণ্টা হিসেবে আলাদা করে টাকা নেওয়া হয়।

সূর্যাস্তের সময় ভিড়

সূর্যাস্তের সময় ভিড়

এই গোল্ডেন বিচের সামনে গিয়ে মেরিন ড্রাইভের মতো রাস্তা তৈরি করা হয়েছে। সেখানে সকালে এবং বিকেলে হাঁটতে বেশ লাগবে। সন্ধে হলেই আলো জ্বলে যায়। সূর্যাস্ত এখান থেকে দেখতে অসাধারণ লাগে। এখানে বিকেল কাটালে মন্দ লাগবে না। পুরীর সমুদ্রের কাছে থাকলেও মাত্র ১৫০ টাকা খরচ করলেই এই গোল্ডেন বিচে এসে পৌঁছতে পারবেন। যেটা অনেকটা গোয়ার অনুভূতি দেবে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here