Home ঘুরে আসি Travel: পুজোয় দেশের বাইরে ঘুরতে যেতে চাইছেন, জেনে নিন কম খরচে বিদেশে বেড়ানোর কিছু জায়গা | Travel: কম খরচে বিদেশে বেড়ানোর কয়েকটি জায়গা জেনে নিন

Travel: পুজোয় দেশের বাইরে ঘুরতে যেতে চাইছেন, জেনে নিন কম খরচে বিদেশে বেড়ানোর কিছু জায়গা | Travel: কম খরচে বিদেশে বেড়ানোর কয়েকটি জায়গা জেনে নিন

Travel: পুজোয় দেশের বাইরে ঘুরতে যেতে চাইছেন, জেনে নিন কম খরচে বিদেশে বেড়ানোর কিছু জায়গা | Travel: কম খরচে বিদেশে বেড়ানোর কয়েকটি জায়গা জেনে নিন

[ad_1]

 দুর্গাপুজোট ফরেন ট্রিপ

দুর্গাপুজোট ফরেন ট্রিপ

বাঙালির কাছে এখন সিঙ্গাপুর, ব্যাঙ্কক, বালি, মরিশাস এই জায়গা গুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেই হানিমুনে উড়ে যাচ্ছে পটায়া-ব্যাঙ্কক। টিকিটে দামও অনেক কমে গিয়েেছ। কখনও কখনও তো দিল্লি-ব্যাঙ্গালোরের বিমানের ভাড়া যা বে়ড়ে যায় তাতে বিদেশে একপিঠের টিকিটের ভাড়া হয়ে যায়। এই বিদেশ সফরের হুজুকে মধ্যবিত্তরাও গা ভাসিয়েছেন। যাঁরা বিদেশে বেড়াতে যাওয়ার কথা ভাবতে পারতেন না তাঁরা অনেকেই এখন যাচ্ছেন বিদেশে বেড়াতে।

বালি, ইন্দোনেশিয়া

বালি, ইন্দোনেশিয়া

কম খরচে বিদেশ সফরের সবচেয়ে জনপ্রিয় জায়গা এখন ইন্দোনেসিয়ার বালি। স্বর্গীয় সমুদ্রতটে মোহময় দিন কাটানোর সুযোগ। বালি হানিমুনের সবচেয়ে জনপ্রিয় ডেস্টিনেশন। বালির কুটা, সেমিনায়ক বিচ সবচেয়ে সুন্দর। সাদা বালির সৈকতে নীল সমুদ্রের জলে স্নান। তার সঙ্গে সব ওয়াটার অ্যাডভেঞ্চার। বালি যাওয়ার খরচও খুব বেশি নয়। অনায়াসেই পুজোয় বেড়ানোর প্ল্যানিং করে ফেলতে পারেন। টিকিট কম দামে পেতে গেলে আগে থেকে টিকিট কাটতে হবে।

তানজানিয়া

তানজানিয়া

কম খরচে বেড়ানোর আরেকটি সেরা জায়গা তানজানিয়া। জানজিবার তানজানিয়ার সেরা সৈকত। সেখানেও সাদা বালির সৈকত। তার সঙ্গে নীল রঙের সমুদ্রের জল। অসাধারণ সেই সমুদ্র সৈকত। এতোদিন যেটা িউটিউব বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সেটাও দেখার সুযোগ পাবেন। অনেক পকেট ফ্রেন্ডলি হোটেলও রয়েছে। যেখানে কম খরচে থাকা যায়।

 মেক্সিকো

মেক্সিকো

কমখরচে বিদেশ সফরের আরেকটি জায়গা মেক্সিকো। মেক্সিকো পুয়ের্তো ভালের্তা একেবারে পিকচার পারফেস্ট ট্রাভেল ডেস্টিনেশন। এখানে পকেট ফ্রেন্ডলি অনেক ডেস্টিনেশন রয়েছে। সেখানে গোটা শহর ঘুরে দেখার পাশাপাশি প্রশান্ত মহাসাগরের সমুদ্র সৈকতে ঘোরার সুযোগ মিলবে। প্লেয়া লস মুয়ের্তোস সমুদ্র সৈকতে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে।

ফিলিপিনসের সিয়ার্গাও

ফিলিপিনসের সিয়ার্গাও

ফিলিপিনসেও কম খরচে বেড়ানো যায়। এখানে এখন অনেক ভারতীয় আসছে। এই সমুদ্র সৈকত সমুদ্র প্রিয় পর্যটকদের স্বর্গ বলা হয়। এখানে সমুদ্রে সার্ফিং করতে যান দেশি বিদেশি অসংখ্য পর্যটক। এখানেও অনেক কম খরচে বেড়ানো যায়। সেই সঙ্গে এখানকার সমুদ্র সৈকতে সময় কাটানো যায়।

 পোর্তুগাল

পোর্তুগাল

পোর্তুগাল তো বাঙালি মাত্র সকলের জানা । ফুটবলের সুবাদে পর্তুগালের পরিচিতি বাঙালিদের রয়েছে। কাজেই কম খরচে পর্তুগাল বেড়ানোর সুযোগ পেলে কে না যাবেন। খুব কম খরচে পর্তুগালে বেড়ানো যায়। পর্তুগালে ফুটবল ছাড়াও বেড়ানোর অনেক জায়গা রয়েছে। তারমধ্যে লাগোস, আলবুফেরিয়া, ফারে। সেখানে সমুদ্র সৈকতে সময় কাটানোর পাশাপাশি পর্তুগিজ খাবারও পাওয়া যাবে।

 ভিয়েতনাম

ভিয়েতনাম

সম্প্রতি বিদেশ সফরে ভিয়েতনামের জনপ্রিয়তা বেড়েছে। অনেকেই বেড়াতে যেতে চাইছেন ভিয়েতনামে। সেখানেও দেখার অনেক জিনিস রয়েছে। সেখানেও রয়েছে অসংখ্য সুন্দর সব সমুদ্র সৈকত এবং স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি উষ্ণ প্রস্রবণে স্নান করার সুযোগ পাবেন।

 কোস্টারিকা

কোস্টারিকা

আরেকটি বাজেট ফ্রেন্ডলি ট্যুরিস্ট স্পট হল কোস্টারিকা। স্পেসিফিক এবং ক্যারেবিয়ান সৈকত রয়েছে এখানে। সমুদ্রের উপকূলে হওয়ায় খুব বেশি ঠান্ডা নেই। কবে অসম্ভব সুন্দর এই সৈকতদুটি। এখানে জঙ্গলও রয়েছে। কাজেই সৈকত দেখার পাশাপাশি জঙ্গল সাফারির মজাই নিতে পারবেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here